দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো সদ্য কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতা কৌস্তব বাগচীর নির্মীয়মান বাড়িতে। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় ব্যারাকপুরের ব্যাঙ্ক পার্ক এলাকায়। এই চুরির ঘটনায় প্রায় ৩ লক্ষ টাকার সামগ্রী সহ কৌস্তব বাগচীর কেসের বেশ কিছু প্রয়োজনীয় নথি চুরি গেছে বলে দাবি করেছেন এই বিজেপি নেতা।
শনিবার সকালে কৌস্তভ বাগচীর বাবা তাদের নির্মীয়মান বাড়ির কাজ দেখতে গিয়ে বাড়ির তালা ভাঙ্গা অবস্থায় দেখেন। এরপর ভেতরে গিয়ে দেখেন বাড়ির জন্য আনা জিনিস সব খোয়া গেছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে আসেন কৌস্তব বাগচী। তিনি এসে গোটা ঘটনায় বিস্ময় প্রকাশ করেন। তাঁর বক্তব্য, “এই বাড়িটিতে কাজ চলছে, আর সেই কাজের জন্য বিভিন্ন ঘর সাজাবার দামি জিনিস, বৈদ্যুতিক সামগ্রী রাখা ছিল, কিন্তু তালা ভেঙ্গে বাড়িতে ঢুকে সেই সমস্ত জিনিস নিয়ে গেছে দুষ্কৃতীরা। এমন কি আমার পুরনো বাড়িতে জায়গার অভাবের জন্য আমার বিভিন্ন কেসের কাগজ রাখা ছিল সেটাও নিয়ে চম্পট দিয়েছে। কিন্তু সেই কাগজ দিয়ে চোরেরা কি করবে সেটাই আমি বুঝতে পারছি না। পুলিশকে জানানো হয়েছে।”
চুরির ঘটনার অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে টিটাগর থানার পুলিশ। অপর দিকে কৌস্তব বাগচীর বাড়িতে চুরির ঘটনার খবর পেয়ে এদিন কৌস্তভ বাগচীর বাড়ি যান ব্যারাকপুরের বিদায়ী বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি এদিন পুরো বাড়ি ঘুরে দেখেন। এদিন সাংসদ অর্জুন সিং বলেন, “কৌস্তব বাগচীকে ভয় দেখানোর জন্যই এই চুরির ঘটনা ঘটানো হয়েছে।”