Sealdah and Howrah Division Train Cancel: শিয়ালদহ মেইন থেকে বনগাঁ লাইনে বাতিল ১৪৩ ট্রেন! চরম যাত্রী দুর্ভোগ ৫২ ঘণ্টা…

সপ্তাহান্তে ট্রেন বাতিল যেন দস্তুর হয়ে উঠছে। কিছু না কিছু রেলের কাজ, আর তার জন্য একের পর এক লোকাল ট্রেন বাতিলের ঘোষণা। এ সপ্তাহে দমদম জংশনে ইন্টার লকিংয়ের কাজ চলবে।   

  

2/9

শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে ট্রেন বাতিলে দুর্ভোগ!

Sealdah and Howrah Division Train Cancel

আর সে কারণে ১৬ মার্চ রাত ১২টা থেকে ১৮ মার্চ বিকাল ৪টে পর্যন্ত শিয়ালদহ মেইন শাখায় ১৪৩টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ৪৬টি ট্রেন অন্য পথে ঘুরিয়ে নিয়ে যাওয়া হবে।   

3/9

শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে ট্রেন বাতিলে দুর্ভোগ!

Sealdah and Howrah Division Train Cancel

মূলত শিয়ালদহ-ব্যারাকপুর-নৈহাটি সেকশনে এবং শিয়ালদহ-দমদম ক্যানটনমেন্ট সেকশনে ট্রেন বাতিল থাকছে। গোটা শিয়ালদহ ডিভিশনে ৮৯২টি ট্রেনের মধ্যে ৭৪৯টি ট্রেন চলবে।   

  

4/9

শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে ট্রেন বাতিলে দুর্ভোগ!

Sealdah and Howrah Division Train Cancel

শিয়ালদহ-বনগাঁ ও শিয়ালদহ-কৃষ্ণনগর শাখার সমস্ত মাতৃভূমি লোকাল সাধারণ ট্রেন হিসাবে চলবে। বোঝাই যাচ্ছে ব্যাপক যাত্রী দুর্ভোগ থাকবে এই ৫২ ঘণ্টা।   

  

5/9

শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে ট্রেন বাতিলে দুর্ভোগ!

Sealdah and Howrah Division Train Cancel

এছাড়াও ৩টি মেইল-এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। তালিকায় আছে, আসানসোল ইন্টারসিটি, শিয়ালদহ জঙ্গিপুর এক্সপ্রেস ও হাওড়া সিউড়ি মেমু এক্সপ্রেস।  

  

6/9

শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে ট্রেন বাতিলে দুর্ভোগ!

Sealdah and Howrah Division Train Cancel

রেলের তরফে যদিও দাবি করা হয়, যাত্রীদের আরও ভালো পরিষেবা দিতেই এই কাজ করা হচ্ছে। তবে সাধারণ যাত্রীরদের বক্তব্য, সকলের সরকারি চাকরি নয়। ফলে শনিবার ছুটি বা হাফ ছুটিও থাকে না।   

7/9

শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে ট্রেন বাতিলে দুর্ভোগ!

Sealdah and Howrah Division Train Cancel

সারাদিন অফিস শেষে ট্রেন বাতিলের মুখে পড়তে হলে নাকাল হতে হয়। আর রবিবার এভাবে ট্রেন বাতিল হলে কোথাও যাওয়ার পরিকল্পনা করলেও তা থেকে পিছু হঠতে হয়।   

  

8/9

শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে ট্রেন বাতিলে দুর্ভোগ!

Sealdah and Howrah Division Train Cancel

এর আগে মার্চের শুরুতে ট্রেন বাতিলের কথা ঘোষণা করা হয়েছিল। যদিও পরে অনিবার্য কারণে তা স্থগিতও রাখা হয়। এছাড়াও হাওড়া-বর্ধমান শাখায় শনিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে বলে সূত্রে খবর। 

  

9/9

শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে ট্রেন বাতিলে দুর্ভোগ!

Sealdah and Howrah Division Train Cancel

ধনিয়াখালি হল্ট এবং শিবচন্ডী স্টেশনের মাঝে রেল ওভারব্রিজ সংস্কার এবং বদলানোর কাজ হবে। সে কারণে একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.