গতবছর নভেম্বরে আইসিসি (ICC) আহমেদাবাদে বোর্ড মিটিং করেছিল। সেখানে বাইশ গজে আগামীর বদল নিয়ে যা আলোচনা হয়েছিল, তা এবার কার্যকর হতে চলেছে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা শুক্রবার অর্থাৎ আজ বার্ষিক বৈঠক করে। সেখানেই একাধিক সিদ্ধান্তে সিলমোহর পড়ে যায়। যার জেরে আমূল বদলাচ্ছে ক্রিকেট। আগামী ১ জুন থেকে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ একসঙ্গে টি-২০ বিশ্বকাপের (ICC Men’s T20 World Cup 2024) আয়োজন করবে। কাপযুদ্ধে ওভারের মাঝে ‘স্টপ ক্লক’ ব্য়বহার হবে। শুধু বিশ্বকাপেই নয় সীমিত ওভারের আন্তর্জাতিক ক্রিকেটেও থাকছে ঘড়ির ব্য়বহার। জুন থেকেই তা লাগু হচ্ছে। আইসিসি জানিয়ে দিল যে, বিশ্বকাপের দু’টি সেমিফাইনাল ও ফাইনালে থাকবে রিজার্ভ ডে। কোনও কারণে নির্ধারিত দিনে খেলা না হলে, পরেরদিন সেই ম্য়াচ হবে।
এখন প্রশ্ন পুরুষদের ওডিআই ও টিটোয়েন্টিআই-তে চালু হতে চলা স্টপ ক্লক নিয়ম ঠিক কী? সময়ের মারপ্যাঁচে ব্যাটাররা টাইমড আউট হলে, বোলারদের জন্য কেন এমন নিয়ম থাকবে না! এই প্রশ্ন তুলেছিলেন অনেকেই। এবার বোলারদের ঘুম কাড়ল আইসিসি। এই ঘড়ি এক ওভার থেকে অন্য় ওভারের মধ্য়বর্তী সময় মাপবে। বোলিং দল এক ওভার শেষ করে, অন্য় ওভার শুরু করার জন্য় ৬০ সেকেন্ড সময় পাবে। যদি ৬০ সেকেন্ডের বেশি সময় নেয় কোনও দল এবং তা ইনিংসে তিনবার করে, তাহলে সেই দলের পাঁচ রান কেটে নেওয়া হবে।
গত ডিসেম্বর থেকে পরীক্ষামূলক ভাবে এই নিয়ম চালু করেছে আইসিসি। ট্রায়াল চলবে আগামী এপ্রিল পর্যন্ত। জুন থেকেই একেবারে আনুষ্ঠানিক অন্তর্ভুক্তি। মাঠেই থাকবে ইলেকট্রনিক ঘড়ি। যা দেখার দায়িত্ব তৃতীয় আম্পায়ারের। তবে কিছু ক্ষেত্রে এই নিয়মের ছাড় রয়েছে। যেমন- ১) ওভার চলার মাঝে যখন কোনও নতুন ব্যাটার আসবে ক্রিজে। ২) জলপানের বিরতির সময়ে, ৩) মাঠে চোট পাওয়া ক্রিকেটারের চিকিৎসা চলাকালীন, ৪) যে কোনও পরিস্থিতিতে ফিল্ডিং দলের নিয়ন্ত্রণের বাইরে খোয়ানো সময়ের ক্ষেত্রে।