রাফাল জেট মামলার রিট পিটিশন নিয়ে বৃহস্পতিবার কী রায় দেয় সুপ্রিম কোর্ট, তা নিয়েই তুঙ্গে ছিল জল্পনা।
২০১৬ সালে ২৩শে ডিসেম্বর ফরাসি বিমানসংস্থা ড্যাসল্টের থেকে ৩৬টি রাফাল জেট যুদ্ধবিমানের বরাত দেয় মোদী সরকার।
প্রায় ৫৯ হাজার কোটি টাকার এই বরাত নিয়ে দুর্নীতির অভিযোগ তোলেন বিরোধীরা। এই বরাতের বিষয়টি স্বচ্ছভাবে তুলে ধরতে সুপ্রিমকোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্তের দাবি জানিয়েছিল কংগ্রেস-সহ বহু বিরোধী দল।
গত বছর ডিসেম্বরে রাফাল জেট সংক্রান্ত মামলা খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। আর বৃহস্পতিবার সেই একই রায় বহাল রাখল মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এস কে কউল, এবং বিচারপতি কে এম জোসেফের বেঞ্চ।
এই মামলার আর্জি খারিজ প্রসঙ্গে সুপ্রিম কোর্ট জানায়, ‘আমাদের এই কথা স্মরণে রাখা উচিত যে সরকারের সঙ্গে ফরাসি সংস্থার বরাত রয়েছে। আর এর আগেও বহুবার এফআইআর আর সিবিআই তদন্ত হয়েছে। এটা নতুন তদন্ত নয়।’