ব্রিগেডের মঞ্চ থেকে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। আর সেই প্রার্থী তালিকা প্রকাশ্যে আসতেই একাধিক ইস্যু তুলে রাজ্যের শাসক দলকে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
শাসক দলের প্রার্থী তালিকা নিয়েই বাঙালি ও বহিরাগত ইস্যুতে প্রশ্ন তুলে তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুলেছেন সুকান্ত মজুমদার। তোপ দেগেছেন তার কেন্দ্র থেকে শাসক দলের টিকিট পাওয়া প্রার্থীকেও।
বিজেপির রাজ্য সভাপতি বলেন, “যখন তৃণমূল কংগ্রেসের তালিকা বেরিয়েছে তার একটু আগেই ভাইপো বড় বড় কথা বলেছিলেন। বিজেপি হল আন্টি বেঙ্গলি। এদিকে যখন ক্যান্ডিডেট তালিকা সামনে এসেছে, তখন দেখা গেল বাইরে থেকে প্রার্থী এনেছে শাসক দল। কীর্তি আজাদ, ইউসুফ পাঠান এরা কি বাঙালি? ইউসুফ পাঠান ও মোদী দু’জনেই গুজরাটের। মোদীকে বহিরাগত যখন বলা হয়, তাহলে এদের ক্ষেত্রে কিকরে সেই তকমা প্রযোজ্য নয়? এবার গুজরাটি মুসলিমকে নিয়ে আসলেন? কোনো বাঙালি মিলল না এবার? এটা লজ্জার। আন্টি বেঙ্গলি পার্টি আসলে তৃণমূল কংগ্রেস।
তবে কীর্তি আজাদ, ইউসুফ পাঠানেই থেমে থাকেননি সুকান্ত মজুমদার। তোপ দেগেছেন নিজের কেন্দ্র বালুরঘাট থেকে দাঁড়ানো তৃণমূল প্রার্থীর বিরুদ্ধেও। চলাফেরা করতে পারেন না চোখের অপারেশন হয়েছে কিছুদিন আগেও। তাকে লড়াচ্ছে তৃণমূল। এমনকি ওনার নামও জড়িয়েছে দুর্নীতিতে। ভবিষ্যতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও
সিবিআই ওনাকে ধরতে পারে। তাকে তৃণমূল প্রার্থী করেছে।