রবিবার কলকাতা ডার্বিতে নামার আগেই প্লে-অফ নিশ্চিত হয়ে গেল মোহনবাগানের। শনিবার হায়দরবাদের বিরুদ্ধে চেন্নাইয়িন এফসি ০-১ গোলে হেরে গিয়েছে। চেন্নাইয়িন পয়েন্ট খোয়ানোর সঙ্গে সঙ্গেই মোহনবাগানের প্লে-অফে খেলা নিশ্চিত হয়ে গিয়েছে। এ বারের আইএসএলে প্রথম জয় পেল হায়দরাবাদ।
মোহনবাগানের প্লে-অফ নিশ্চিত করার জন্য শনিবার চেন্নাইয়িনকে পয়েন্ট খোয়াতে হত। লিগে সবার তলায় থাকা হায়দরাবাদের বিরুদ্ধে গোলের মুখ খুলতে পারেনি ওয়েন কয়েলের দল। উল্টে সংযুক্তি সময়ের ১৫তম মিনিটে সাজার প্যারের গোলে হেরে যায় তারা। তাতেই মোহনবাগানের প্রথম ছয়ে থাকা নিশ্চিত হয়ে। মোহনবাগানের এখন ৩৩ পয়েন্ট। সেই পয়েন্ট ছোঁয়া চেন্নাইয়িনের পক্ষে কোনও ভাবেই আর সম্ভব নয়।
চেন্নাইয়িনের এখন ১৮ ম্যাচে ১৮ পয়েন্ট। এ দিন তারা জিতলে চাপে পড়ত ইস্টবেঙ্গল। পয়েন্ট তালিকায় আরও পিছিয়ে ১১ নম্বরে নেমে যেত। কিন্তু চেন্নাইয়িন হেরে যাওয়ায় ইস্টবেঙ্গল দশেই থাকল। শুধু তাই নয়, প্লে-অফে যাওয়ার সম্ভাবনাও উজ্জ্বল হল। কারণ, প্লে-অফে ওঠার দৌড়ে চেন্নাইয়িন ইস্টবেঙ্গলের গাঁট ছিল।