সোমবার দুপুরে বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ উদ্বোধন করলেন খড়্গপুর স্টেশনের উত্তর প্রান্তে মালগুদাম ও দক্ষিণ প্রান্ত বোগদায় নবনির্মিত রেলের দুটি অসংরক্ষিত টিকিট কাউন্টারের। ভারতীয় রেলের খড়্গপুর ডিভিশনের ডিআরএম কে আর চৌধুরীকে সঙ্গে নিয়ে তিনি এইদিন দুটি টিকিট কাউন্টারের উদ্বোধন করলেন।
উত্তর প্রান্তে নবনির্মিত টিকিট কাউন্টারের ফিতে কেটে উদ্বোধন করার পর প্রথম তিনি ট্রেনের টিকিট কাটলেন। পাঁচ টাকা দিয়ে তিনি খড়্গপুর থেকে গিরি ময়দান পর্যন্ত টিকিট কাটেন। এইদিনের অনুষ্ঠানে তিনি রেল নগরী খড়্গপুর শহরে রেলের বিভিন্ন উন্নয়নের কাজের উল্লেখ করার পাশাপাশি ফের বস্তি সহ গোলবাজার এলাকার উন্নয়নের দাবি নিয়ে সরব হন। তবে এইদিন আমন্ত্রণ জানানো হলেও যথারীতি অনুপস্থিত ছিলেন খড়্গপুর শহরের বিধায়ক হিরণ। আর বিধায়কের এই অনুপস্থিত থাকা ফের সাংসদের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ার বিষয়টি সামনে চলে এল।
যদিও এই ব্যাপারে দিলীপ ঘোষ কোনও মন্তব্য করতে রাজি হননি। বরং তিনি গত কয়েক বছরে রেলের উন্নয়নের হাত ধরে খড়্গপুর শহরের চেহারা বদলে যাওয়ার বিষয়টি উল্লেখ করলেন। পাশাপাশি উত্তর প্রান্তে মালগুদামের দিকে এই টিকিট কাউন্টার চালু হওয়ায় রেলযাত্রীদের দ্রুত বাসস্ট্যান্ডে গিয়ে বাস সহ অন্যান্য যান পাওয়ার সুবিধা হবে বলে তিনি উল্লেখ করেন।তারসাথে বোগদায় নতুন টিকিট কাউন্টার চালু হওয়ায় কেশিয়াড়ি সহ নারায়ণগড়, বেলদা ও দাঁতনের মানুষজনের সুবিধা হবে বলে উল্লেখ করেন। তবে খড়্গপুর স্টেশনের দুই প্রান্তে ঝাঁ চকচকে দুটি নতুন টিকিট কাউন্টার চালু হলেও কোনও শৌচালয় না থাকায় রেলযাত্রীদের সমস্যায় পড়তে হবে বলে অনেকেই মনে করছেন।