উত্তর ২৪ পরগনার বারাসতে বুধবার রাজনৈতিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মঙ্গলবারই তিনি কলকাতায় পৌঁছে গিয়েছিলেন। বুধবার সকাল সওয়া ১০টা নাগাদ রয়েছে তাঁর সরকারি কর্মসূচি। ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে ধর্মতলা অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মেট্রো সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর এই কর্মসূচি সকাল সওয়া ১০টা থেকে সকাল পৌনে ১১টা পর্যন্ত চলবে।
শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৪ ০৯:৫৭
সড়কপথে রাজ ভবন থেকে এসপ্লানেড মেট্রো স্টেশনে পৌঁছনোর কথা প্রধানমন্ত্রীর
বুধবার সকালে এসপ্লানেড মেট্রো স্টেশন থেকে গঙ্গার তলায় মেট্রো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার কলকাতা পৌঁছনোর পর রাজ ভবনে ছিলেন তিনি। সেখান থেকেই সড়কপথে এসপ্লানেড মেট্রো স্টেশনে পৌঁছনোর কথা তাঁর।
শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৪ ০৮:৪১
তিনটি নতুন মেট্রোপথের উদ্বোধন
ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্লানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত ৪.৮ কিলোমিটার, নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রোপথের নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত ৫.৪ কিলোমিটার এবং জোকা-তারাতলা মেট্রোপথের মাঝেরহাট পর্যন্ত ১.২৫ কিলোমিটার সম্প্রসারিত অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। শহরের মেট্রো ক্ষেত্রে প্রায় ১১.৪৫ কিলোমিটার পথের সংযুক্তি ঘটবে।
শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৪ ০৮:৩৮
গঙ্গার তলায় মেট্রো: উদ্বোধনে মোদী
কলকাতা মেট্রোর মুকুটে নতুন পালক জুড়তে চলেছে। এ বার গঙ্গার তলা দিয়ে চলবে ট্রেন। প্রধানমন্ত্রী মোদী মেট্রোর হাওড়া ময়দান-ধর্মতলা অংশের সূচনা করবেন। গঙ্গার উপরের জলস্তর থেকে ৩৩ মিটার নীচে তৈরি হয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর জোড়া সুড়ঙ্গ। নদী খাতের থেকে আরও ১৩ মিটার গভীরে পলিমাটির ভিতর দিয়ে গিয়েছে সেগুলি। জোড়া সুড়ঙ্গের পেট চিরে ছুটবে ইস্ট-ওয়েস্ট মেট্রো। তবে জলে নেই সুড়ঙ্গ। রয়েছে নদী খাতের পলিমাটির মধ্যে। অর্থাৎ, মেট্রোযাত্রীদের মাথার উপর দিয়ে বয়ে যাবে গঙ্গা।