প্রোটোকল মানতেই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রাজভবনে দেখা করতে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তা আগেই লিখেছিল আনন্দবাজার অনলাইন। শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর রাজভবন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা সে কথাই জানালেন।
শুক্রবার আরামবাগে সভা করে বিকেলে কলকাতায় রাজভবনে পৌঁছন প্রধানমন্ত্রী মোদী। এর পরেই রাজভবনে মোদীর সঙ্গে দেখা করতে যান মুখ্যমন্ত্রী মমতা। বৈঠক শেষে মমতা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, এখনও ভোট ঘোষণা হয়নি। রাজ্যে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি এলে সৌজন্য সাক্ষাৎ হয়েই থাকে। সেই কারণেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়া। মমতা বলেন, ‘‘রাজভবনে এসেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলাম। রাজ্যের কথাও বললাম। আর গল্প করলাম। রাজনীতির কথা কম, গল্পই বেশি হল।’’
কেন্দ্রের কাছে ‘বকেয়া’ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কোনও কথা হয়েছে কি না, তা নিয়ে জানতে চাওয়া হয় মুখ্যমন্ত্রীর কাছে। তিনি বলেন, ‘‘হ্যাঁ, সে সব নিয়ে আমার যা বলার বলে দিয়েছি।’’ মমতার সংযোজন, ‘‘আমাদের যা বলার, আমরা রাজনীতির মঞ্চে বলব। এটা আমার সৌজন্য সাক্ষাৎ এবং প্রোটোকল মেনে।’’
শনিবার কৃষ্ণনগরে জনসভা করবেন প্রধানমন্ত্রী মোদী। আগামী ৬ মার্চে আবার রাজ্যে আসার কথা তাঁর। ওই দিন বারাসতে সভা করবেন বলে বিজেপি সূত্রে খবর। সন্দেশখালিকাণ্ডের আবহে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। তৃণমূল সূত্রে খবর, মোদীর বারাসতের সেই সভার পরের দিন অর্থাৎ ৭ মার্চ মহিলা তৃণমূলের কর্মসূচি রয়েছে। নজরে ৮ মার্চ, নারী দিবস। সেই কর্মসূচিতে দলনেত্রী মমতার থাকার কথা। সে ব্যাপারে তিনি বলেন, ‘‘এখনও কিচ্ছু ঠিক হয়নি। কেউ কেউ রটাচ্ছে। যখন ঠিক হবে, দল বলে দেবে।’’