PM Modi: ১ কোটি বাড়িতে নিখরচায় বিদ্যুতের ব্যবস্থা করবেন মোদী, পরিবার প্রতি দেওয়া হবে ৭৮ হাজার টাকা!

 আগেই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে দেশের ১ কোটি গৃহস্থের বাড়িতে সৌর বিদ্যুতের ব্যবস্থা গড়ার বিশেষ প্রকল্পের  কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন নিখরচায় বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ প্রকল্প –’পিএম সূর্য ঘর মুফত বিজলী যোজনা’র ঘোষণা করেন নমো। এমনকী ৩০০ ইউনিট পর্যন্ত নিখরচায় বিদ্যুৎ ১ কোটি পরিবারকে সরবরাহ করার লক্ষ্যে ৭৫ হাজার কোটির টাকারও বেশি বিনিয়োগ করা হচ্ছে।  

https://platform.twitter.com/embed/Tweet.html?creatorScreenName=zee24ghanta&dnt=false&embedId=twitter-widget-1&features=eyJ0ZndfdGltZWxpbmVfbGlzdCI6eyJidWNrZXQiOltdLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X2ZvbGxvd2VyX2NvdW50X3N1bnNldCI6eyJidWNrZXQiOnRydWUsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdHdlZXRfZWRpdF9iYWNrZW5kIjp7ImJ1Y2tldCI6Im9uIiwidmVyc2lvbiI6bnVsbH0sInRmd19yZWZzcmNfc2Vzc2lvbiI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfZm9zbnJfc29mdF9pbnRlcnZlbnRpb25zX2VuYWJsZWQiOnsiYnVja2V0Ijoib24iLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X21peGVkX21lZGlhXzE1ODk3Ijp7ImJ1Y2tldCI6InRyZWF0bWVudCIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfZXhwZXJpbWVudHNfY29va2llX2V4cGlyYXRpb24iOnsiYnVja2V0IjoxMjA5NjAwLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X3Nob3dfYmlyZHdhdGNoX3Bpdm90c19lbmFibGVkIjp7ImJ1Y2tldCI6Im9uIiwidmVyc2lvbiI6bnVsbH0sInRmd19kdXBsaWNhdGVfc2NyaWJlc190b19zZXR0aW5ncyI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdXNlX3Byb2ZpbGVfaW1hZ2Vfc2hhcGVfZW5hYmxlZCI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdmlkZW9faGxzX2R5bmFtaWNfbWFuaWZlc3RzXzE1MDgyIjp7ImJ1Y2tldCI6InRydWVfYml0cmF0ZSIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfbGVnYWN5X3RpbWVsaW5lX3N1bnNldCI6eyJidWNrZXQiOnRydWUsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdHdlZXRfZWRpdF9mcm9udGVuZCI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9fQ%3D%3D&frame=false&hideCard=false&hideThread=false&id=1757308771087306937&lang=en&origin=https%3A%2F%2Fzeenews.india.com%2Fbengali%2Fnation%2Fcentre-oks-solar-scheme-to-give-1-crore-families-300-units-of-free-power-a-month_510423.html&sessionId=4c9dcd2d06170158a5c2c78828fb661b3ece5ed5&siteScreenName=zee24ghanta&theme=light&widgetsVersion=2615f7e52b7e0%3A1702314776716&width=550px

সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলী যোজনা-র অনুমোদন দিয়েছে। ১৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৭৫ হাজার কোটির এই প্রকল্পের সূচনা করেন। এই সিদ্ধান্তে যে পরিবারগুলির কেবল সহায়তা হবে তা নয়, সৌরশক্তির বৃদ্ধিও ঘটবে। 

এই প্রকল্পের আওতায় ওই পরিবারগুলির ছাদে সোলার ইন্সটলেসেনর জন্য কেন্দ্রীয় আর্থিক সহায়তা দেওয়া হবে। একটি সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২ কিলোওয়াট (কেডাব্লু) সিস্টেমের ৬০% সহায়তা দেওয়া হবে এবং ২ থেকে ৩ কিলোওয়াট ক্ষমতার সিস্টেমগুলির জন্য অতিরিক্ত ৪০% খরচ দেওয়া হবে। সিএফএ ৩ কিলোওয়াট করা হবে।

সরকারের তরফে বলা হয়েছে, বিদ্যুৎ বিলে পরিবারগুলি সাশ্রয় করতে পারবে এবং ডিসকম বিক্রি করে অতিরিক্ত আয় করতে পারবে। একটি ৩ কিলোওয়াট সিস্টেম, এটি একটি পরিবারের জন্য গড়ে মাসে ৩০০ ইউনিটের বেশি উৎপাদন করতে সক্ষম হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.