Sudarshan Setu | Narendra Modi: গুজরাতে উদ্বোধন হল দেশের সবথেকে লম্বা কেবল ব্রিজ ‘সুদর্শন সেতু’

ফের একটি উদ্বোধন প্রধানমন্ত্রীর। রবিবার সকালে গুজরাতের ওখা থেকে ব্যেট দ্বারকা দ্বীপ পর্যন্ত একটি কেবল ব্রিজের উদ্বোধন করেছেন তিনি। এই নতুন ব্রিজের নাম দেওয়া হয়েছে সুদর্শন সেতু। এটি একটি চার লেনের কেবল ব্রিজ বলে জানা গিয়েছে।

দেবভূমি দ্বারকার কর্তৃপক্ষের একটি সরকারি বক্তব্যে জানা গিয়েছে যে এই ব্রিজের দৈর্ঘ ২.৩২ কিলোমিটার। এরমধ্যে সেন্ট্রাল ডবল স্প্যান কেবল অংশের দৈর্ঘ ৯০০ মিটার। এর সঙ্গে রয়েছে ২.৪৫ কিলোমিটার লম্বা অ্যাপ্রোচ রাস্তা।

ব্রিজটি তৈরিতে খরচ হয়েছে ৯৭৯ কোটি টাকা। এটি ২৭.২০ মিটার চওড়া। এছাড়াও ব্রিজের দুইদিকে রয়েছে ২.৫০ মিটার চওড়া ফুটপাথ।

এই মন্দির উদ্বোধনের পাশাপাশি দ্বারকাধীশ মন্দিরে প্রধানমন্ত্রী পুজ দেবেন বলে জানা গিয়েছে। একই সঙ্গে সেখানে আগত বহু মানুষের সামনে তিনি ভাষণও দেবেন।

শুরুতে এই ব্রিজের নাম ছিল ‘সিগনেচার ব্রিজ’। পরে এর নাম পরিবর্তন করে করা হয় ‘সুদর্শন সেতু’। জেলা ম্যাজিস্ট্রেট জিটি পান্ডিয়া এই কথা জানিয়েছেন।

সুদর্শন সেতু উদ্বোধনের পরে দেবভূমি দ্বারকা, পোরবন্দর এবং জাম্নগর জেলায় বিভিন্ন প্রকল্পের সূচনা করবেন।

একই দিনে একটি ৫৩৩ কিলোমিটার রেললাইনের বিদ্যুতায়ন এবং ভাদিনারে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের অধীনে দুটি অফশোর পাইপলাইনের উদ্বোধন করবেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয় (PMO) ঘোষণা করেছে যে রাজকোটের একটি অনুষ্ঠান থেকে তিনি রাজকোট, ভাটিন্ডা, রায় বেরেলি, কল্যাণী এবং মঙ্গলাগিরিতে পাঁচটি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (AIIMS) ক্যাম্পাসও উদ্বোধন করবেন।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.