৫২ হাজার ২৫০ কোটির প্রকল্প। সুদর্শন সেতু প্রকল্প। আগামীকাল রবিবার, ২৫ ফেব্রুয়ারি এই প্রকল্পের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বারকায় উপস্থিত হয়ে এই প্রকল্পটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী।
প্রায় আড়াই কিলোমিটার এই সেতুটি ওখার সঙ্গে বেইট দ্বারকাকে জুড়ে দেবে। এর ফলে এই পথ অতিক্রম করতে আগের চেয়ে অনেক কম সময় লাগবে। যা প্রকারান্তের এই অঞ্চলের স্থানিক ব্যবসাকেও উজ্জীবিত করবে।
আগে এই পথের জন্য বোটের উপর নির্ভর করতে হত। এখন সেখানে থাকছে সুদর্শন সেতু। এটি দ্বারকার অন্যতম ট্যুরিস্ট আকর্ষণ হতে চলেছে। এবং এই সেতুটিই ভারতের দীর্ঘতম কেবল্-স্টেইড ব্রিজ হতে চলেছে। এই সেতুর ফুটপাথ খচিত থাকবে শ্রীকৃষ্ণের মূর্তি ও শ্রীমদ্ভাগবত গীতার শ্লোকে। এই সেতুটিতে সোলার প্যানেল থাকবে। যা ১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম।
এই সেতুটির সঙ্গেই এদিন আরও বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। রাজকোট-ওখা, রোজকোট-জেটালসর-সোমনাথ, জেটালসর-বাঁশজালিয়া রেলরুটের বৈদ্যুতিকীকরণ ঘটবে। পাশাপাশি ৯২৭-ডি ন্যাশনাল হাইওয়ের প্রশস্তকরণের কাজের যে প্রকল্প প্রস্তাবিত হয়েছে তারও শুভসূচনা তাঁর হাতে হবে। এছাড়াও থাকছে আরও কিছু-কিছু প্রকল্পের সূচনাও।