সন্দেশখালিতে নতুন করে পাঁচ জায়গায় ১৪৪ ধারা জারি
সন্দেশখালিতে আবার নতুন করে পাঁচ জায়গায় ১৪৪ ধারা জারি করল প্রশাসন। ধামাখালি ঘাট , সন্দেশখালি ঘাট , ভোলাখালি ঘাট , খুলনা ঘাট, জেলেখালি ঘাট— এই পাঁচটি জায়গায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন ।
শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৪ ১০:২১
মোতায়েন প্রচুর পুলিশ বাহিনী
শুভেন্দু অধিকারী সন্দেশখালি পৌঁছনোর আগেই পুলিশে পুলিশে ছয়লাপ ধামাখালি-সহ একাধিক এলাকা। পুলিশের প্রচুর বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।
শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৪ ১০:১৮
সন্দেশখালির পথে বৃন্দা কারাত
সন্দেশখালির যাচ্ছেন বৃ্ন্দা কারাত-ও। মঙ্গলবার সকালে কলকাতা পৌঁছে সন্দেশখালির উদ্দেশে রওনা দেন সিপিএমের পলিটব্যুরো নেত্রী। কলকাতা পৌঁছে বৃন্দা বলেন, ‘‘সন্দেশখালির মহিলাদের সঙ্গে কথা বলার জন্য আমি সন্দেশখালি যাচ্ছি। সন্দেশখালিতে ১৪৪ ধারা জারির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। তাই আমি সেখানে যাচ্ছি।’’
শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৪ ১০:১৬
শুভেন্দু যেতে পারবেন নির্দিষ্ট কয়েকটি জায়গা
সন্দেশখালির নির্দিষ্ট কয়েকটি জায়গায় যেতে পারবেন শুভেন্দু। সোমবার শুভেন্দু বিধানসভায় দাঁড়িয়ে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, সন্দেশখালির ছয়-সাতটি গ্রামে যাবেন তিনি, যেখানে মহিলারা ‘নির্যাতিত’ হয়েছেন। যে সব জায়গা থেকে বিজেপি কর্মীদের গ্রেফতার করা হয়েছে, সেখানেও যাবেন।
শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৪ ১০:১৩
সন্দেশখালির পথে বিরোধী দলনেতা
সন্দেশখালি যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সন্দেশখালিতে ১৪৪ ধারা জারির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। সোমবার এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুকে শর্তসাপেক্ষে সন্দেশখালি যাওয়ারও অনুমতি দিয়েছে কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার সকালেই সন্দেশখালির উদ্দেশে রওনা হন তিনি।