James Anderson | IND vs ENG: ঐতিহাসিক লজ্জায় জিমি! কুম্বলের বোঝা নিলেন নিজের কাঁধে, কী করলেন কিংবদন্তি?

এই মুহূর্তে ভারত-ইংল্য়ান্ড (IND vs ENG) রাজকোটে টেস্ট খেলছে। পাঁচ ম্য়াচের চলতি সিরিজের তৃতীয় ম্য়াচে মুখোমুখি দুই দল। আর রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে, ঐতিহাসিক লজ্জায় জুড়ল কিংবদন্তি ব্রিটিশ পেসার জেমস অ্যান্ডারসনের নাম (James Anderson) ! রোহিত শর্মা (Rohit Sharma) ও রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) জোড়া সেঞ্চুরিতে ভর করে ভারত প্রথম ইনিংসে তুলেছে ৪৪৫ রান। প্রথম ইনিংসে অ্যান্ডারসন ২৫ ওভার বল করে ৬১ রান দিয়ে তুলে নেন একটি মাত্র উইকেট। 

ইংল্য়ান্ডের হয়ে ১৮৫ টেস্টে ৬৯৫ উইকেট নেওয়া জিমিই এখন টেস্টে সবচেয়ে বেশি রান হজম করা বোলার! হ্যাঁ, ঠিকই পড়লেন ক্রিকেটের দীর্ঘতম ফরম্য়াটে জিমির চেয়ে বেশি রান আর কেউ হজম করেননি। এতদিন এই বোঝা ছিল কিংবদন্তি অনিল কুম্বলের (Anil Kumble) কাঁধে। কুম্বলের বোঝা এখন জিমির। অ্যান্ডারসন জীবনের ১৮৫ নম্বর টেস্ট খেলছেন। তিনি খরচ করলেন ১৮ হাজার ৩৭১ রান। কুম্বলে জীবনে ১৩২টি টেস্ট খেলেছন। ১৮ হাজার ৩৫৫ রান দিয়েছেন তিনি। 

সবচেয়ে বেশি খরচের হাতের কথা যদি বলা হয়, তাহলে তালিকায় তিনে থাকবেন মুথাইয়া মুরলীথরন (১৮ হাজার ১৮০ রান)। চারে শেন ওয়ার্ন (১৭ হাজার ৯৯৫ রান)। পাঁচে স্টুয়ার্ট ব্রড (১৬ হাজার ৭১৯ রান)। জিমির বয়স এখন ৪১ বছর। তাঁর ফিটনেস এবং বোলিং দেখলে মনে হবে যেন, সদ্য় কেরিয়ার শুরু করেছেন। টেস্টে সর্বাধিক উইকেট প্রাপকদের তালিকায় তিনে থাকা জিমি সম্ভবত আর কেরিয়ার দীর্ঘায়িত করবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.