সন্দেশখালিতে তৃণমূলের তৎপরতা
তৃণমূলের তিন সদস্যের প্রতিনিধি দল সন্দেশখালির গ্রামে গ্রামে ঘুরছে। দলে আছেন স্থানীয় তৃণমূল নেতারা। উত্তম সর্দার, শিবু হাজরাদের কাছ থেকে গ্রামবাসীরা কে কত টাকা পান, তার খোঁজ নিয়ে তালিকা প্রস্তুত করছেন তাঁরা। টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দিচ্ছেন। দলে আছেন সন্দেশখালির পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি মহেশ্বর সর্দার, পঞ্চায়েত সমিতির সদস্য অষ্টমী দাস এবং সন্দেশখালি পঞ্চায়েতের উপপ্রধান।
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১১:০৪
রামপুরে পুলিশের ব্যারিকেড
সন্দেশখালি ঢোকার আগেই রামপুরে ব্যারিকেড করেছে পুলিশ। এর আগেও বিরোধী দলের কর্মী-সমর্থকেরা সন্দেশখালি যেতে গিয়ে রামপুরে বাধা পেয়েছে। শুক্রবারও ব্যারিকেড দিয়ে তৈরি পুলিশ।
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১১:০১
কী বলছে তৃণমূল
সন্দেশখালি নিয়ে রাজ্যসভায় তৃণমূল মনোনীত প্রার্থী সাগরিকা ঘোষ শুক্রবার বলেন, ‘‘সন্দেশখালির ঘটনা নিয়ে রাজনীতি করে তৃণমূলকে ‘টার্গেট’ করছে বিজেপি। এটা দুর্ভাগ্যজনক। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মুখ্যমন্ত্রী, যিনি ওদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। মমতা ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছেন, রাজ্যে মহিলাদের উপর অত্যাচার বরদাস্ত করা হবে না। তদন্ত করা হবে। মমতা রাজ্যের মহিলাদের জন্য যা করেছেন, আর কোনও দল তা করেনি।’’
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১০:৪৩
শিবু হাজরার গ্রেফতারির দাবিতে পোস্টার
শিবু হাজরার গ্রেফতারির দাবিতে পোস্টার পড়ল সন্দেশখালিতে। এলাকার ওই তৃণমূল নেতার বিরুদ্ধে অত্যাচার, জমি জবরদখলের অভিযোগ রয়েছে। গত সপ্তাহে শিবুর পোলট্রি ফার্ম জ্বালিয়ে দিয়েছিল উত্তেজিত জনতা। তাঁকে এখনও গ্রেফতার করা হয়নি।
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১০:৪০
কী বললেন বিজেপির প্রতিনিধিরা
বিজেপির ছয় সদস্যের প্রতিনিধি দল নিউটাউন থেকে রওনা দেওয়ার আগে সন্দেশখালি প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা বলেন, ‘‘সন্দেশখালিতে যে ঘটনা ঘটেছে, কোনও সভ্য সমাজে তা ঘটে না। এই ঘটনা মেনে নেওয়া যায় না। মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে এই ঘটনা ঘটছে, ভাবা যায় না। সরকার চায় না ওখানে কী হচ্ছে তা প্রকাশ্যে আসুক। আমরা নির্যাতিতদের সঙ্গে কথা বলব।’’
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১০:৩৬
দলে কারা
বিজেপির প্রতিনিধি দলে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী, প্রতিমা ভৌমিক-সহ অন্যান্যরা। বিধায়ক অগ্নিমিত্রা এবং সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতোও দলের সঙ্গে রয়েছেন।
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১০:২৫
পুলিশি তৎপরতা
শুক্রবার সকাল থেকেই সন্দেশখালিতে পুলিশি নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায়। সঙ্গে সংবেদনশীল এলাকায় চলছে ১৪৪ ধারা।
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১০:২৪
যেতে পারেন অধীরও
শুক্রবার সন্দেশখালির পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে যেতে পারেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও।
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১০:২৪
দলে অগ্নিমিত্রাও
বিজেপির সংসদীয় দলের সঙ্গে সন্দেশখালি যাচ্ছেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালও। নিউটাউন থেকে সকালে তিনি রওনা দিয়েছেন।
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১০:২৩
দল গড়েছেন নড্ডা
বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা সন্দেশখালির পরিস্থিতি খতিয়ে দেখার জন্য বিজেপির সাংসদদের নিয়ে ছয় সদস্যের একটি দল গড়ে দিয়েছেন। তাঁরাই শুক্রবার সন্দেশখালিতে যাচ্ছেন।
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১০:২৩
সন্দেশখালিতে বিজেপি
সন্দেশখালির পরিস্থিতি খতিয়ে দেখতে বাংলায় সংসদীয় দল পাঠিয়েছে কেন্দ্রীয় বিজেপি। সেই দল ইতিমধ্যে কলকাতা থেকে সন্দেশখালির উদ্দেশে রওনা দিয়েছে। দলে বিজেপির ছয় সাংসদ রয়েছেন। তাঁদের মধ্যে পাঁচ জনই মহিলা।