এইসব ঘটনা আমরা আগে সিনেমায় দেখতাম, বিহারের রাজনীতিতে দেখতাম আর হাসাহাসি করতাম। আজ বাংলার গ্রামে গ্রামে মহিলাদের সঙ্গে এরকম হচ্ছে। ৫০০ টাকা দিয়ে ওদের সম্মানকে কিনে নিচ্ছেন মমতা ব্যানার্জি। আর তাঁর দলের নেতারা মহিলাদের ভোগের জিনিস মনে করছেন। কী লজ্জার বিষয়! মহিলারা রাস্তায় বেরিয়ে তাদের সেই দুঃখের কথা বলছেন। তাদের সঙ্গে কী অত্যাচার হয়েছে। তৃণমূলের পার্টি অফিসগুলিতে গ্রামের মহিলাদের তুলে নিয়ে গিয়ে অত্যাচার করা হচ্ছে। আর কারা করছে? টিএমসি-র ঝান্ডা ধরে যারা পঞ্চায়েত প্রধান হয়েছে, তাদের নেতা হয়েছে।” আজ মেদিনীপুরে এক চা চক্রে যোগ দিয়ে সন্দেশখালি প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে এই কথাগুলি বললেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।
প্রসঙ্গত, সোমবারই সন্দেশখালিতে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মহিলারা তাঁর পা জড়িয়ে ধরে তাদের উপর হওয়া নির্যাতনের কথা তুলে ধরেন। আর সেই বিষয়েই প্রতিক্রিয়া দিতে গিয়ে এই মন্তব্য করেন বিজেপি সাংসদ। তিনি বলেন, “রাজ্য সরকারের ৫০০ টাকা ভাতার বিনিময়ে মহিলাদের উপর এভাবে নির্যাতন করা হচ্ছে।