রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে নড়েচড়ে বসল কলকাতা হাইকোর্ট। এই বিষয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করল হাইকোর্ট। আদালত এদিন জানতে চায়, এ রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কত? কতজনের মৃত্যু হয়েছে আজ অবধি? ডেঙ্গি মোকাবিলায় কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে?
এই সমস্ত বিষয়ে রাজ্যের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠাল হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বলা হয়েছে, আগামী ২২ নভেম্বরের মধ্যে রাজ্য সরকারকে এই রিপোর্ট পেশ করতে হবে আদালতে।
প্রসঙ্গত, মূল মামলাটি ২০১৭ সালের। কিন্তু রাজ্যে চলতি বছরেও ডেঙ্গি পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠেছে। সেই কারণেই শুক্রবার প্রধান বিচারপতির কাছে পুরনো মামলাটি তোলা হয়। এক্ষেত্রে জরুরি শুনানির আবেদন করা হয়।
সোমবার হয় সেই শুনানি। এদিন হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করণ নায়ার রাধাকৃষ্ণণ ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলাকারীর আইনজীবীরা বর্তমান ডেঙ্গু পরিস্থিতির তথ্য দিয়ে জানায় যে, ডেঙ্গু মোকাবিলায় ব্যর্থ রাজ্য। এক্ষেত্রে আদালতের গাইড লাইন মানা হচ্ছে না বলেও অভিযোগ করেন তাঁরা।
এরপরই ডেঙ্গি পরিস্থিতি নিয়ে রাজ্যের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করল আদালত।