ভারত ও মিয়ানমারের মধ্যে অবাধ চলাচল অঞ্চল অর্থাৎ এফএমআর বাতিল করার কথা জানালেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই দু’দেশের সীমান্ত-নিরাপত্তা নিয়ে মন্তব্য করেছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ও।
বৃহস্পতিবার অমিতবাবু এক্স হ্যান্ডেলে লিখেছেন, “আমাদের সীমান্ত সুরক্ষিত করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংকল্প। স্বরাষ্ট্র মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে যে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে এবং মিয়ানমারের সীমান্তবর্তী ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলির জনসংখ্যার কাঠামো বজায় রাখতে ভারত ও মিয়ানমারের মধ্যে ‘ফ্রি মুভমেন্ট রেজিম’ (এফএমআর) বাতিল করা হবে। যেহেতু বিদেশ মন্ত্রক বর্তমানে এটি বাতিল করার প্রক্রিয়ায় রয়েছে, তাই স্বরাষ্ট্র মন্ত্রক
অবিলম্বে এফএমআর স্থগিত করার সুপারিশ করেছে।
তথাগতবাবু বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে লিখেছেন, “জোরহাট এবং মাজুলির মধ্যে দিয়ে গুয়াহাটিতে যেতে গিয়ে দেখেছি, এখানে প্রচারমাধ্যম ১৬৪৩ কিলোমিটার দীর্ঘ ভারত-মিয়ানমার সীমান্তে বেড়া দেওয়ার খবর দেয় প্রধানত মাদক চোরাচালান রোধ করার জন্য। এ ব্যাপারে সীমান্তবর্তী রাজ্যগুলির বাসিন্দাদের প্রতিক্রিয়া মিশ্রিত। অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু এবং মণিপুরের মিতিরা একে স্বাগত জানিয়েছেন। নাগা, কুকি ও মিজোরা এর বিরোধিতা করেছে। আশ্চর্য লাগে, কেন?”