দেশে সাধারণ নির্বাচন হতে আর মাত্র ২ দিন বাকী। কড়া পুলিসি প্রহরার মধ্যে গোটা দেশ। তার মধ্য়েই খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান প্রদেশের এক থানায় ঢুকে নির্বিচারে গুলি চালাল জঙ্গিরা। রবিবার গভীর রাতের ওই হামলায় নিহত হয়েছেন ১০ পুলিস কর্মী। আহত হয়েছেন আরও ৬ জন। ভোর তিনটের সময়ে ভারী অস্ত্র নিয়ে হামলা চালায় জঙ্গিরা।
খাইবার পাখতুনখাওয়ার পুলিস প্রধান আখতার হায়াত খান সংবাদমাধ্যমে বলেন, তিন দিক থেকে থানায় হামলায় চালায় কমপক্ষে ৩০ জন জঙ্গি। টানা আড়াই ঘণ্টার কাছাকাছি জঙ্গি-পুলিসের মধ্যে গুলির লড়াই চলে। সকাল নাগাদ সেই গোলাগুলি থামে। প্রদেশের পুলিস সুপার মালিক আনিসুল হোসেন সংবাদমাধ্যমে জানান, থানায় ঢুকেই জঙ্গিরা গ্রেনেড হামালা চালায়। তাতেই বেশি ক্ষতি হয়। গোলাগুলির মধ্যেই চলে আসে আরও নিরাপত্তা বাহিনী। কিন্তু অন্ধকারে মিলিয়ে যায় জঙ্গিরা। পুলিস এলাকায় তল্লাশি শুরু করেছে।
ভোটের আগে গত কয়েক সপ্তাহে একের পর এক হামলা চলছে খাইবার পাখতুনখাওয়া ও বালোচিস্তানে। দেশের আইনশৃঙ্খলার ভার এখন পাকিস্তান নির্বাচন কমিশনের হাতে। দেশের কেয়ারটেকার প্রধানমন্ত্রী আনওয়ারুল হক কক্কর বলেন, জঙ্গিদের এই হামলা কাপুরষচিত। দেশের আইনশৃঙ্খলা এভাবে ভাঙা যাবে না। জঙ্গিরা মানবতার শত্রু।