বিশ্বভারতীর ৫০ তম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও রাজ্যপাল।
প্রসঙ্গত, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিশেষ অনুষ্ঠানের জন্য রবিবার বিকেলে দিল্লি থেকে বিশেষ বিমানে অন্ডালে এসে পৌঁছন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। কাজী নজরুল বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাজ্যপাল জগদীপ ধনখড়।
সূত্রের খবর, রাতটা শান্তিনিকেতনের রথীন্দ্র অতিথি গৃহে ছিলেন রাষ্ট্রপতি।
সোমবার সকাল ১০টায় উদয়ন প্রেক্ষাগৃহের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত হন তিনি। নির্দিষ্ট সময়ে অনুষ্ঠানস্থলে হাজির হন পশ্চিমবঙ্গের রাজ্যপালও। উল্লেখ্য, এদিন কড়া নিরাপত্তার বন্দোবস্ত ছিল বিশ্বভারতী চত্বরে। এদিকে সমাবর্তন অনুষ্ঠান শেষ হলে কলাভবন এবং রবীন্দ্রভবন ঘুরে দেখেন রাষ্ট্রপতি।
এরপর রবীন্দ্রনাথের ছবিতে মাল্যদান করার কথা রামনাথ কোবিন্দের। এরপর বিশেষ বিমানে দিল্লিতে ফিরে যাবেন রাষ্ট্রপতি।