কোচবিহারে শুক্রবার রাতে নির্মীয়মান একটি রামমন্দির ভাঙ্গচুর হয়েছে। এর প্রতিবাদে শনিবার এক্স হ্যাণ্ডেলে কড়া প্রতিক্রিয়া দিলেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ অধিকারী এবং বিজেপি-র পশ্চিমবঙ্গের সহ পর্যবেক্ষক অমিত মালব্য।
সুকান্তবাবু লিখেছেন, “শুক্রবার তৃণমূল কংগ্রেসের গুণ্ডারা কোচবিহারের দিনহাটায় নির্মাণাধীন রামমন্দিরের জন্য তৈরি সামগ্রী ধ্বংস করেছে৷ ভোট-পরবর্তী হিংসার অভিযোগে অভিযুক্ত এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য উদয়ন গুহ এলাকাটি নিয়ন্ত্রণ করে। পশ্চিমবঙ্গে হিন্দু হওয়া একটি অপরাধের মতো মনে হয়।”
নিশীথবাবু লিখেছেন, “সমগ্র ভারত যখন অযোধ্যায় ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা উদযাপন করছে, তখন তৃণমূল গুন্ডারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শাসনে কোচবিহারে নির্মাণাধীন মন্দির ভাঙ্গচুর করছে। আর কতদিন রাজনীতির নামে হিন্দুদের টার্গেট করবে টিএমসি?”
অমিতবাবু ভিডিও-সহ লিখেছেন, “গতরাতে, কোচবিহারের দিনহাটা বিধানসভা কেন্দ্রের ভেট্টগুড়ি এলাকায় নির্মাণাধীন রাম মন্দিরের জন্য মজুত সামগ্রী ধ্বংস করেছে টিএমসির গুন্ডারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য, একজন অপরাধী, যিনি নির্বাচন পরবর্তী সহিংসতায় অভিযুক্ত, সেই উদয়ন গুহ ওই এলাকায় আধিপত্য করেন। বাংলায় হিন্দু হওয়া যেন অপরাধ। তাই কোনও পদক্ষেপ আশা করি না। কিন্তু আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধ্বংস করতে রাম ও রুটির ওপর আস্থা রাখুন।”