লোকসভা ভোটের মুখে একসঙ্গে তিনটি পদে ইস্তফা দেবের। শনিবার একইদিনে গুরুত্বপূর্ণ তিনটি পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূলের স্টার সাংসদ দেব। এদিনই পশ্চিম মেদিনীপুরের জেলা শাসককে পাঠান তিনটি চিঠি, সেখানেই তিনি উল্লেখ করেন যে তিনটি পদ থেকে ইস্তফা দিচ্ছেন তিনি। সেই চিঠিতে উল্লিখিত বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান পদ থেকে, ঘাটাল রবীন্দ্র মহাবিদ্যালয়ের সভাপতি ও ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যান সমিতির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেন তিনি। বেশ কয়েকদিন ধরে তাঁর রাজনীতি ছাড়ার নানা কানাঘুষো শোনা যাচ্ছিল। এদিন দেবের আচমকা এই ইস্তফা ঘিরে তৈরি হচ্ছে নয়া জল্পনা।
যে তিনটি পদ থেকে দেব ইস্তফা দিয়েছেন তা ধারে ও ভারে খুব গুরুত্বপূর্ণ না-ও হতে পারে। কিন্তু যে সময়ে তিনি এই ইস্তফা দিলেন অর্থাত্ লোকসভা ভোটের মুখে এই সিদ্ধান্ত ইঙ্গিতবাহী বলেই মনে করছে রাজনৈতিক মহল। তাহলে কি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার যে জল্পনা চলছিল দেবকে ঘিরে, সেই বার্তাটাই কি প্রকটভাবে দলীয় নেতৃত্বকে দিলেন দেব? জানা যাচ্ছে যে দেব যে ইস্তফা দিতে চলেছেন সে খবর তাঁর দলেরও জানা ছিল না। কী কারণে দেব এই তিন পদ থেকে ইস্তফা দিলেন, এই প্রতিবেদন পোস্ট হওয়া অবধি সে ব্যাপারে মুখ খোলেননি দেব। অভিনেতা ব্যস্ততার কারণেই কি এই পদ থেকে ইস্তফা দিলেন নাকি সাম্প্রতিক সময়ে এই তিন পদ নিয়ে কোনও মনোমালিন্য তৈরি হয়েছিল, তা নিয়েই উঠছে প্রশ্ন।