প্রয়াত হলেন দেশের প্রাক্তন নির্বাচন কমিশনার টিএন সেশন। বয়স হয়েছিল ৮৭ বছর। ইতিমধ্যেই তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে দেশের প্রায় সমস্ত প্রথম সারির রাজনৈতিক নেতৃত্ব। দশম নির্বাচন কমিশনার ছিলেন সেশন। তাঁর দৌলতেই দেশের মানুষ জেনেছিল, কমিশনেরও শিরদাঁড়া হয়।
১৯৫৫ ব্যাচের তামিলনাড়ু ক্যাডারের আইএএস অফিসার ছিলেন সেশন। ১৯৮৯ সালে ক্যাবিনেট সচিবের দায়িত্ব পালন করেছিলেন। সরকারি আমলা হিসেবে তাঁর কর্তব্যপরায়ণতার জন্য ১৯৯৬ সালে রমন ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছিলেন তিনি। অবসরের পরে ১৯৯০ সালের ১২ ডিসেম্বর থেকে ৯৬ সালের ১১ ডিসেম্বর পর্যন্ত নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছিলেন সেশন।
১৯৩২ সালের ডিসেম্বরে কেরলের পালাক্কাড় জেলায় জন্ম সেশনের। পদার্থবিদ্যায় স্নাতক হওয়ার পর মাদ্রাস ক্রিশ্চিয়ান কলেজে শিক্ষকতাও করেছেন তিনি। তার পরে আইএস পরীক্ষায় উত্তীর্ণ হন। ছোট থেকেই বেশ মেধাবী ছাত্র ছিলেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে ফেলোশিপও করেছিলেন প্রাক্তন নির্বাচন কমিশনার।
ভারতবর্ষে নির্বাচন কমিশন বলে যে একটা ব্যাপার আছে, সেটাই বহু মানুষের জানা ছিল না। কমিশনার হওয়ার পর সেই জানানোর কাজটাই করেছিলেন সেশন।