৭৫তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষ্যে দিল্লির কর্তব্য পথে হল কুচকাওয়াজ। কর্তব্যপথে উপস্থিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা। আর অন্যান্য বারের মতো এবারও পোশাক ও পাগড়ির কারণে দৃষ্টি আকর্ষণ করলেন প্রধানমন্ত্রী। প্রজাতন্ত্র দিবসে মোদীর পরনে ধবধবে সাদা কুর্তা, পাজামা ও কুর্ত্তার ওপরে মেটে রঙা হাফহাতা জ্যাকেট, মাথায় পাগড়ি। অন্য বছরের মতো এবারও সবার চোখ গিয়ে আটকাতে বাধ্য হয়েছে সেই পাগড়িতে।
এবারে মোদীর পাগড়িতে অনেকগুলি রং থাকলের সবথেকে বেশি যে রংটি চোখে পড়ছিল তা ছিল হলুদ। মোদীর পাগড়ি পরা ছবি সমাজ মাধ্যমে প্রকাশ্যে আসতেই তার পাগড়ির সঙ্গে রাম যোগ পেয়েছেন অনেকেই। কারণ অনেকেই মনে করেছেন রামের প্রিয় রঙ ছিল হলুদ, আর রাম ভক্তির কারণে প্রধানমন্ত্রী ওই পাগড়ি পড়েছেন।
সকাল থেকে এই নিয়ে আলোচনার ঝড় উঠেছে সমাজ মাধ্যমে। তবে এই পাগড়ি পড়ার প্রতি ভালবাসা মোদীর নতুন নয়। এর আগেও বারবার বিভিন্ন ধরনের, বিভিন্ন রঙের পাগড়ি পরে সাধারণতন্ত্র দিবসে উপস্থিত থাকতে দেখা গেছে প্রধান প্রধানমন্ত্রীকে। ৭৪তম প্রজাতন্ত্র দিবসে একটি বহু রঙা রাজস্থানী পাগড়ি পড়েছিলেন। ২০২২ সালে প্রজাতন্ত্র দিবসে উপস্থিত হয়েছিলেন উত্তরাখণ্ডের ঐতিহ্যবাহী টুপি পরে। তারও আগের বছর অর্থাৎ ২০২১ সালে জামনগরের রাজ পরিবারের উপহার দেওয়া একটি লাল পাগড়ি পড়েছিলেন তিনি। ২০২০ সালে প্রজাতন্ত্র দিবসে মোদীর পরনে ছিল গেরুয়া রঙের বন্দেশ পাগড়ি।
প্রসঙ্গত, এবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কর্তব্যপথে উপস্থিত ছিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মু, ফ্রান্সের রাষ্ট্রপতি তথা প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি ইমানুয়েল ম্যাক্রো। কর্তব্যপথে তাদের স্বাগত জানান প্রধানমন্ত্রী।