বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতি। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। বেলার দিকে আংশিক মেঘলা আকাশ। দুপুরের পর মূলত পরিস্কার আকাশ। ফের রাতারাতি ২ ডিগ্রি পারদ পতন কলকাতায়। ঘন কুয়াশা উত্তরবঙ্গ সংলগ্ন চার জেলায়। দার্জিলিঙ, কালিম্পং জেলায় বৃষ্টি চলবে। এদিন পার্বত্য জেলার উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।
দক্ষিণবঙ্গে বুধবার থেকেই একধাক্কায় ৫ থেকে ৬ ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাওয়ার পর ফের অধোগামী পারদ। দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও এখনো স্বাভাবিকের নিচে। আগামী ৪৮ ঘন্টায় দিনের তাপমাত্রা সামান্য বাড়বে। রাতের তাপমাত্রা আরও প্রায় ২ ডিগ্রি মতো নামতে পারে। আজ ২৫ শে জানুয়ারি পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার খুব হালকা বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই কুয়াশার দাপট থাকবে। বেশি কুয়াশা হবে মালদা এবং দিনাজপুরে। জলপাইগুড়ি ও কোচবিহারে ও ঘন কুয়াশার সতর্কতা। ২৬ এবং ২৭শে জানুয়ারি দার্জিলিংয়ের তুষারপাতের সম্ভাবনা বেশি। দার্জিলিংয়ে ও উঁচু পার্বত্য এলাকাতেও তুষারপাতের সম্ভাবনা। দার্জিলিং ও কালিম্পংএ আগামী শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা।
শহর কলকাতায় কাল সকালের দিকে মেঘলা আবহাওয়া এবং ৯৬ শতাংশ আপেক্ষিক আর্দ্রতার কারণে অস্বস্তি বাড়লেও বিকেল থেকে রাত পর্যন্ত হালকা বৃষ্টির জেরে শীতের আমেজ ফিরেছে। রাতের তাপমাত্রা ১৬ এর ঘর থেকে ফের নেমে এসেছে ১৪ এর ঘরে। আজ বিকেল থেকে ফের পরিস্কার আকাশ। রাতের তাপমাত্রা আরও কিছুটা নামবে। দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও তা স্বাভাবিক বা তার নিচেই থাকবে।