উচ্ছ্বাসে ভাসছে অযোধ্যা, কিছু ক্ষণের মধ্যে পৌঁছবেন প্রধানমন্ত্রী, ভিড় জমছে তারকা অতিথিদের

বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ এবং কমান্ডোবাহিনীর জওয়ানে ছয়লাপ গোটা অযোধ্যা। প্রতিটি উঁচু বাড়ির মাথায় বিশেষ রাইফেল নিয়ে প্রহরারত স্নাইপার। আকাশে নিরন্তর উড়ছে অত্যাধুনিক নজরদারি ড্রোন। নিরাপত্তার মোটা চাদরে মুড়ে ফেলা হয়েছে ‘রামজন্মভূমি’কে।

শুধু মূল বিষয়গুলি

timer শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ১০:৫২ key status

অযোধ্যায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় পৌঁছে গিয়েছেন। হেলিকপ্টারে করে রামমন্দিরে গিয়েছেন তিনি। উদ্বোধন অনুষ্ঠানের মূল আকর্ষণ মোদীই। তাঁর হাতেই রামলালার বিগ্রহে ‘প্রাণপ্রতিষ্ঠা’ হতে চলেছে।

timer শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ১০:৫০ key status

অযোধ্যায় পৌঁছলেন যোগী আদিত্যনাথ

অযোধ্যায় সোমবার সকাল সকাল পৌঁছে গিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

timer শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ১০:৪৫ key status

তারকা সমাগম অযোধ্যায়

তেলুগু চলচ্চিত্র তারকা চিরঞ্জীবি এবং রাম চরণ অযোধ্যায় পৌঁছেছেন। রামমন্দির উদ্বোধন নিয়ে আবেগঘন হয়ে পড়েন অভিনেতা মনোজ যোশী।

timer শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ১০:৩৯ key status

ব্রিটেন থেকে সাধ্বীরা অযোধ্যায়

রামমন্দিরের উদ্বোধন উপলক্ষে দেশের বিভিন্ন রাজ্য থেকে সাধু-সাধ্বীরা উপস্থিত হয়েছেন অযোধ্যায়। ভক্তদের আগমন হয়েছে বিদেশ থেকেও। তার মধ্যেই রয়েছে ব্রিটেন থেকে আগত সাধ্বীদের দল। গেরুয়া বস্ত্র পরিহিতা ওই সাধ্বীরা এসেছেন লন্ডন থেকে।

timer শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ১০:৩৬ key status

রামমন্দিরে ভিকি-ক্যাটরিনা

রামমন্দিরে বলিউড তারকা ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফ।

রামমন্দিরে পৌঁছে গিয়েছেন বলিউড অভিনেতা ভিকি কৌশল এবং তাঁর স্ত্রী তথা অভিনেত্রী ক্যাটরিনা কইফ। সাদা কুর্তা-পাজামা পরেছেন ভিকি। ক্যাটরিনা পরেছেন উজ্জ্বল সোনালি রঙের শাড়ি।

timer শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ১০:২৯ key status

রামমন্দিরে তারকা সমাবেশ

একে একে তারকা অতিথিরা আসতে শুরু করেছেন রামমন্দির প্রাঙ্গণে। পৌঁছে গিয়েছেন বলিউড তারকা অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চন। 

https://platform.twitter.com/embed/Tweet.html?creatorScreenName=anandabazar&dnt=false&embedId=twitter-widget-0&features=eyJ0ZndfdGltZWxpbmVfbGlzdCI6eyJidWNrZXQiOltdLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X2ZvbGxvd2VyX2NvdW50X3N1bnNldCI6eyJidWNrZXQiOnRydWUsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdHdlZXRfZWRpdF9iYWNrZW5kIjp7ImJ1Y2tldCI6Im9uIiwidmVyc2lvbiI6bnVsbH0sInRmd19yZWZzcmNfc2Vzc2lvbiI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfZm9zbnJfc29mdF9pbnRlcnZlbnRpb25zX2VuYWJsZWQiOnsiYnVja2V0Ijoib24iLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X21peGVkX21lZGlhXzE1ODk3Ijp7ImJ1Y2tldCI6InRyZWF0bWVudCIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfZXhwZXJpbWVudHNfY29va2llX2V4cGlyYXRpb24iOnsiYnVja2V0IjoxMjA5NjAwLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X3Nob3dfYmlyZHdhdGNoX3Bpdm90c19lbmFibGVkIjp7ImJ1Y2tldCI6Im9uIiwidmVyc2lvbiI6bnVsbH0sInRmd19kdXBsaWNhdGVfc2NyaWJlc190b19zZXR0aW5ncyI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdXNlX3Byb2ZpbGVfaW1hZ2Vfc2hhcGVfZW5hYmxlZCI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdmlkZW9faGxzX2R5bmFtaWNfbWFuaWZlc3RzXzE1MDgyIjp7ImJ1Y2tldCI6InRydWVfYml0cmF0ZSIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfbGVnYWN5X3RpbWVsaW5lX3N1bnNldCI6eyJidWNrZXQiOnRydWUsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdHdlZXRfZWRpdF9mcm9udGVuZCI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9fQ%3D%3D&frame=false&hideCard=false&hideThread=false&id=1749294664497377714&lang=bn&origin=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Findia%2Fayodhya-ram-mandir-inauguration-by-pm-narendra-modi-and-the-prana-pratishtha-ceremony-dgtl%2Fcid%2F1490517&sessionId=9c3c69267ad2e2da9687b0274ad79943a2c06a16&siteScreenName=anandabazar&theme=light&widgetsVersion=2615f7e52b7e0%3A1702314776716&width=550px

timer শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ১০:২২ key status

রামমন্দিরে মঙ্গলধ্বনি

সোমবার রামমন্দিরে ১৮টি রাজ্যের ৫০টি সাবেকী বাদ্যযন্ত্র বেজে উঠবে। সেই ‘মঙ্গলধ্বনি’ দিয়ে শুরু হবে অযোধ্যার মন্দিরে রামলালার বিগ্রহের ‘প্রাণপ্রতিষ্ঠা’। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের কর্মীরা জানিয়েছেন, এই ‘মঙ্গলধ্বনি’ হল ‘বিরলের মধ্যে বিরলতম’ সঙ্গীতানুষ্ঠান।

timer শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ১০:০৭ key status

ঝলমলে আবহাওয়া অযোধ্যায়

রামমন্দির উদ্বোধনের দিন অযোধ্যায় ঝলমলে আবহাওয়া। সকালের দিকে হালকা কুয়াশা ছিল। বেলা বাড়তেই তা কেটে যায়। তবে সোমবার অযোধ্যায় বেশ ঠান্ডা। আবহাওয়া দফতর জানিয়েছে, সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ১৭ ডিগ্রির বেশি পারদ উঠবে না।

timer শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ১০:০৪ key status

আগের রাতে মোদীর বার্তা

রামমন্দির উদ্বোধনের আগের রাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর চিঠির জবাব দিতে গিয়ে ‘প্রাণপ্রতিষ্ঠা’কে ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘‘আমার বিশ্বাস, এই ঐতিহাসিক মুহূর্ত ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে। এই অনুষ্ঠান দেশের উন্নয়নের যাত্রাকে পৌঁছে দেবে নতুন উচ্চতায়।’’

timer শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ০৯:৫৩ key status

যাচ্ছেন না লালকৃষ্ণ আডবাণী

রামমন্দির উদ্বোধনের সময় অযোধ্যায় উপস্থিত থাকছেন না লালকৃষ্ণ আডবাণী। একদা রামমন্দির আন্দোলনের ‘মুখ’, নবতিপর এই বিজেপি নেতা ‘প্রচন্ড ঠান্ডা’র কারণেই রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’য় থাকতে পারছেন না বলে জানা গিয়েছে।

timer শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ০৯:৫২ key status

৮৪ সেকেন্ডে ‘প্রাণপ্রতিষ্ঠা’

রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’র জন্য বেছে নেওয়া হয়েছে ‘অভিজিৎ মুহূর্ত’। বেলা ১২টা বেজে ২৯ মিনিট ৩ সেকেন্ডে ‘অভিজিৎ মুহূর্ত’ শুরু হবে। পবিত্র এই মুহূর্ত চলবে ১২টা বেজে ৩০ মিনিট ৩৫ সেকেন্ড পর্যন্ত। তার মধ্যেই রামলালার বিগ্রহে ‘প্রাণপ্রতিষ্ঠা’ করবেন প্রধানমন্ত্রী।

timer শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ০০:৩৭ key status

মঙ্গলবার থেকে সাধারণের জন্য খুলবে রামমন্দির

মন্দির উদ্বোধনের পর তা আমজনতার জন্য খুলে দেওয়া হবে মঙ্গলবার থেকে। প্রথম বার দরজা খুলবে সকাল ৭টায়। সে সময়ে পুণ্যার্থীরা মন্দিরে ঢুকতে এবং পুজো দিতে পারবেন। সাড়ে ১১টা নাগাদ আবার দরজা বন্ধ করে দেওয়া হবে। আড়াই ঘণ্টার বিরতির পর আবার দুপুর ২টো থেকে দর্শনার্থীরা রামমন্দিরের ভিতর প্রবেশ করতে পারবেন। দরজা বন্ধ হবে সন্ধ্যা ৭টায়। সারা দিনে মোট তিন বার রামমন্দিরে আরতি হবে। ভোরবেলা প্রথম আরতির সময় সাড়ে ৬টা। সকালের এই আরতিকে বলা হচ্ছে ‘জাগরণ আরতি’। এর পর দুপুর ১২টা থেকে রামমন্দিরে হবে ‘ভোগ আরতি’। শেষে ‘সন্ধ্যারতি’ হবে ৭টা নাগাদ। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের তরফে জানানো হয়েছে, দর্শনার্থীরা আরতি দিতে চাইলে তাঁদের নির্দিষ্ট সময়ের চেয়ে ৩০ মিনিট আগে মন্দিরের ক্যাম্প অফিসে পরিচয়পত্র নিয়ে হাজির হতে হবে। সেখান থেকে আরতি দেওয়ার পাস সংগ্রহ করার পর মন্দিরে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা।

timer শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ০০:৩৫ key status

দিনভর কর্মসূচি

সোমবার রামলালার বিগ্রহে ‘প্রাণপ্রতিষ্ঠা’র আচার-অনুষ্ঠান শুরু হবে ১২টা ৫ মিনিটে। সকাল ১০টা ২৫ মিনিটে অযোধ্যার বাল্মীকি বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে হেলিকপ্টারে অযোধ্যার হেলিপ্যাডে পৌঁছবেন ১০টা ৪৫ মিনিট নাগাদ। ১০টা ৫৫ মিনিটে রামমন্দির প্রাঙ্গণে পৌঁছে যাবেন প্রধানমন্ত্রী। টানা ৫০ মিনিট ধরে অনুষ্ঠান চলবে। ১২টা ৫৫ মিনিটে সব আচার-অনুষ্ঠান সেরে উদ্বোধনস্থল ছেড়ে বেরোবেন প্রধানমন্ত্রী। রামমন্দির উদ্বোধনের পর মোদী অযোধ্যায় একটি জনসভাও করবেন। রামমন্দিরের কাছেই মোদীর জনসভার আয়োজন করা হয়েছে। দুপুর ১টার মধ্যে তিনি সেখানে পৌঁছে যাবেন। ২টো পর্যন্ত চলবে সভা। জনগণের উদ্দেশে সেই সভা থেকেই প্রধানমন্ত্রী ভাষণ দেবেন। এর পর অযোধ্যার গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান কুবের টিলায় যাওয়ার কথা মোদীর।

timer শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ০০:৩৪ key status

মোদীর হাতে ‘প্রাণপ্রতিষ্ঠা’

অযোধ্যায় ‘মহোৎসব’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামমন্দিরের উদ্বোধন করবেন। তাঁর হাত দিয়ে রামলালার বিগ্রহে ‘প্রাণপ্রতিষ্ঠা’ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.