চন্দ্রভূষণ উপাধ্যায় জাতীয় ভাষা পরিষদের ৫৬তম অধিবেশন বাঁকুড়া শহরের গোয়েঙ্কা বিদ্যায়তনের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। হিন্দি ভাষা প্রচারের জন্য জাতীয় ভাষা পরিষদ গঠিত হয়। হিন্দি ভাষা শিক্ষা কেন্দ্রগুলি পরিষদ দ্বারা পরিচালিত হয়। পরিষদের অধিবেশন উপলক্ষে শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের জন্য প্রবন্ধ, আবৃত্তি, শ্রুতি লিখন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয় এবং হিন্দি প্রচারে বিশেষ অবদানের জন্য কেশব চন্দ্র মোদীকে শ্রীমতি ত্রিবেণী দেবী ড্রোলিয়া জাতীয় ভাষা পুরস্কার প্রদান করা হয়।
সম্মেলনের উদ্বোধন করেন চন্দ্রভূষণ উপাধ্যায় জাতীয় ভাষা পরিষদের সভাপতি সুকদেব উপাধ্যায়। প্রধান অতিথি হিসেবে সমীর কুমার দাস, বিশেষ অতিথি হিসেবে রাজকুমার সুরেকা উপস্থিত ছিলেন। শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ অশোক কুমার দানা, শিক্ষক বুলা সেন, সর্বাণী সিনহা, রিতা প্রণব কুমার শিক্ষা কেন্দ্রের কার্যাবলী তুলে ধরেন। অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের শ্রী বিশ্বনাথ মোদী মেমোরিয়াল পুরস্কার প্রদান করা হয়।