পরবর্তী শুনানির দিন পর্যন্ত ইডি বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়। সন্দেশখালিকাণ্ডে ইডির দায়ের করা মামলার প্রেক্ষিতে জানিয়ে দিল হাইকোর্ট। এদিন আদালতে ইডির আইনজীবী সওয়াল করেন, “একটা ঘটনায় ৪টে এফআইআর হয়েছে। তার মধ্যে একটা আমাদের বিরুদ্ধে। সেটার কপি পাচ্ছি না।” এদিন আদালতে রক্ষাকবচের আবেদন জানান ইডির আইনজীবী। যার পরিপ্রেক্ষিতে বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দিয়েছেন, এই মুহূর্তে ইডির বিরুদ্ধে যেন কড়া পদক্ষেপ না নেওয়া হয়। মামলার পরবর্তী শুনানি সোমবার। ওদিকে এদিন রাজ্যের তরফে আদালতে দাবি করা হয় যে, ইডি পুলিসকে না বলে তল্লাশিতে গিয়েছিল। এর পাশাপাশি সন্দেশখালিকাণ্ডে এদিন হাইকোর্টে আরও একটি মামলা দায়ের করেছে ইডি। সন্দেশখালিকাণ্ডে এফআইআর খারিজের দাবি নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করে এনফোর্সমেন্ট ডাইরেকটরেট। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। মামলার দ্রুত শুনানির আবেদনও জানিয়েছে ইডি।
প্রসঙ্গত, সন্দেশখালিকাণ্ডে গতকাল হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি। সন্দেশখালিতে তাদের উপরে হামলা নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করে ইডি। ইডির অভিযোগ, “রেশন দুর্নীতির মামলায় তল্লাশি করতে গিয়ে হামলার মুখে পড়েন ইডি অফিসাররা। উলটে ইডির অফিসারদের বিরুদ্ধে পুলিস এফআইআর করেছে বলে আমরা শুনতে পাচ্ছি। সব সংবাদমাধ্যমে এটা প্রচার হচ্ছে। আমরা বসিরহাট কোর্টেও খোঁজ নিয়েছি। কিন্তু সেখানেও এমন কোনও এফআইআর কপি যায়নি। ওয়েবসাইটে আপলোড করা হয়নি। উলটে প্রতিদিন আমাদের অফিসে পুলিস খোঁজ করছে, কোন কোন অফিসার সেদিন সেখানে গিয়েছিল। আমাদের আশংকা তাদের নামেও নতুন অভিযোগ দায়ের করা হবে হেনস্থার জন্য।” ইডির আবেদনের ভিত্তিতে বিচারপতি জয় সেনগুপ্ত মামলা দায়ের করার অনুমতি দেন।
উল্লেখ্য, সন্দেশখালিকাণ্ডে আসরে স্বরাষ্ট্রমন্ত্রকও। রাজ্য়ের কাছে রিপোর্ট তলব করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। ঠিক কী ঘটেছিল সেদিন? এখনও পর্যন্ত কতজন ধরা পড়েছে? অভিযুক্তদের বিরুদ্ধে কোন ধারায় মামলা দায়ের করা হয়েছে? যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার রেশন দুর্নীতিকাণ্ডে সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহাজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে হামলার মুখে পড়েন ইডি আধিকারিকরা। মাথা ফাটে ইডি অফিসারের। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ জন। তদন্তে গিয়ে ইডি অফিসারদের আক্রান্ত হওয়ার ঘটনার প্রেক্ষিতে কলকাতায় ছুটে আসেন ইডি-র ডিরেক্টর রাহুল নবীনও। মঙ্গলবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে প্রথম ইডি-র স্পেশাল ডিরেক্টর ও সমস্ত মামলার তদন্তকারীরা অফিসারদের সঙ্গে বৈঠক করেন তিনি। দ্বিতীয় পর্যায়ে বৈঠকে যোগ দেন এনআইএ, আয়কর দফতর, সিআরপিএফ ইত্যাদি বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরাও। বৈঠকে ইডি ডিরেক্টর রাহুল নবীন বার্তা দেন, ‘ভয় না পেয়ে নির্ভয়ে তদন্ত করুন।’ পাশাপাশি রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গেও আলাদাভাবে প্রায় ৪৫ মিনিট বৈঠক করেন রাহুল নবীন। সঙ্গে ছিলেন ইডি-র স্পেশাল ডিরেক্টর ও অ্যাডিশনাল ডিরেক্টরও।
তবে ঘটনার পর ৬ দিন পেরিয়ে গেলেও এখনও অধরা শেখ শাহজাহান। এই পরিস্থিতিতে আজ ন্যাজাট থানা ঘেরাও কর্মসূচি নিয়েছে বিজেপি। ৬দিন কেটে গেলেও এখনও শাহজাহানকে গ্রেফতার করতে পারল না পুলিস! পুলিসের এই নিষ্ক্রিয়তার প্রতিবাদেই আজ ন্যাজাট থানা ঘেরাও বিজেপির। ওদিকে ঘেরাও বিক্ষোভ ঠেকাতে থানার এক কিলোমিটার জুড়ে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।