বোলেরো ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে পুড়ে ছাই বেলেরো গাড়ি ও মোটর বাইক। ঘটনায় বাইক আরোহী সজল সাহা গুরুতর আহত হলেও বোলেরো গাড়ির চালক অক্ষত আছেন।গতকাল রবিবার রাতে বাঁকুড়া- দুর্গাপুর ৯ নং রাজ্য সড়কের ওপর বেলিয়াতোড়ের কালবেড়িয়া মোড়ে এই ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, দুর্গাপুরের দিক থেকে বেলিয়াতোড়ের দিকে আসছিলেন মোটরবাইক আরোহী, আর উল্টো দিক থেকে দিকে আসছিল বোলেরো গাড়িটি।কালবেড়িয়া মোড়ের কাছে মুখোমুখি সংঘর্ষ হয় মোটর বাইক ও বোলেরোর। বাইক আরোহী সজল সাহা বাইক থেকে রাস্তায় একদিকে ছিটকে পড়েন। মোটর বাইকটি বোলেরো গাড়ির তলায় ঢুকে যায়। ওই অবস্থায় বোলেরো গাড়িটি বাইকটিকে বেশি কিছুটা ঘসতে ঘসতে টেনে নিয়ে যাওয়ার পর বোলেরো গাড়িতে আগুন ধরে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে গাড়ি দুটি। ভরা বাজারে রাস্তার উপর গাড়িতে আগুন জ্বলতে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে বেলিয়াতোড় থানার পুলিশ ও বেলিয়াতোড় ট্রাফিক কন্ট্রোলের কর্মীরা। বড়জোড়া থেকে দমকলের একটি ইঞ্জিন এসে পৌছায়। দমকলের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আসার আগেই গাড়ি দুটি পুড়ে ছাই হয়ে যায়।
জখম বাইক আরোহীকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সুত্রে জানাগেছে, তিনি বিপদমুক্ত।
তার দিদি শম্পা সাহার অভিযোগ, বোলেরোর চালক সুস্থ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন না। আমার ভাই বেঁচে গেছে এটা ঈশ্বরের কৃপা। নতুন বাইকটি পুড়ে ছাই হয়ে গেছে।