নতুন বছরের দ্বিতীয় রবিবার পিকনিকের ঢল জলপাইগুড়ি তিস্তা চরে। শহর ও শহরতলীর অসংখ্য বাসিন্দা
আট থেকে আশি সকলে পিকনিকের আনন্দে মাতলেন। ছড়িয়ে ছিটিয়ে থাকা নোংরা পরিস্কার করে পিকনিকের জায়গা করতে হচ্ছে বলে দাবি সকলকে।
অন্যদিকে পানীয় জল, ডাস্টবিনের পাশাপাশি নেই শৌচাগার, এর জেরে তিস্তার চরে পিকনিক করতে খুবই সমস্যায় পড়তে হচ্ছে বিশেষ করে মহিলাদের। দ্রুত সমস্যা সমাধানের দাবি তুললেন ভুক্তভোগীরা। জলপাইগুড়ি তিস্তা নদীর স্পারে অর্থাৎ চর এলাকা সকলের কাছে প্রিয় একটি জায়গা। পিকিনিকের মরসুম শুরু হতেই অসংখ্য মানুষ দিনভর আনন্দে কাটাতে তিস্তা স্পারে আসছেন। ঢিল ছোড়া দূরত্বে রয়েছে একাধিক প্রশাসনিক দফতর, অন্যদিকে জুবলি পার্ক এলাকায় রয়েছে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতির বাংলো। সেই এলাকায় পিকনিক করতে দেওয়া হয়নি। এই কারণে তিস্তার স্পারের তিন নম্বর থেকে পিকনিকের ঢল লক্ষ্য করা গেল এদিন।
জলপাইগুড়ির শান্তি পাড়ার বাসিন্দা রিয়া গোস্বামী বলেন, “এখন তিস্তা স্পার তো পিকনিক করার ভালো জায়গা, কিন্তু পরিস্কার পরিচ্ছন্ন নেই।” মোহন্ত পাড়ার বাসিন্দা শ্রেষ্টা সরকার বলেন, “জল নিজেদের নিয়ে আসতে হচ্ছে। এখানে অনেক কিছুর প্রয়োজন রয়েছে। যেমন ডাস্টবিন ও শৌচাগার।” অন্যদিকে ৭৩ মোড়ের বাসিন্দা শৃজা ঘোষ বলেন, “খুব আনন্দ করছি পিকনিকে এসে। পরিবার বন্ধু বান্ধবের সঙ্গে এসেছি। তবে পরিস্কার পরিচ্ছন্নর দিকটা আমাদের দেখতে হবে। আমাদের সকলকে সচেতন হতে হবে।”