মোট ৪টি জোনের ১৬টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে আন্তঃ বিশ্ববিদ্যালয় মহিলা ফুটবল প্রতিযোগিতার জাতীয় বা সর্বভারতীয় স্তরের খেলাগুলি অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গের জঙ্গল অধ্যুষিত পশ্চিম মেদিনীপুর জেলার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে। আগামী ৮ জানুয়ারি জেলা শহর মেদিনীপুরে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হবে। খেলাগুলি হবে ৯ থেকে ১৩ জানুয়ারি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্রীড়াঙ্গনে এবং মেদিনীপুরের শ্রী অরবিন্দ স্টেডিয়ামে। ফাইনাল ম্যাচটি হবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ক্ষুদিরাম বসু ক্রীড়াঙ্গনে।
বৃহস্পতিবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তরফে একটি সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন উপাচার্য অধ্যাপক সুশান্ত কুমার চক্রবর্তী। তিনি বলেন, “এ এক গর্বের ও আনন্দের বিষয়। একইসঙ্গে ভীষণ চ্যালেঞ্জিংও বটে। সারা দেশের প্রায় ৯৮০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়কে এবার এই দায়িত্ব দেওয়া হয়েছে। এটা শুধু বিশ্ববিদ্যালয়ের কাছেই নয়, সমগ্র জেলা তথা বাংলার কাছেও গর্বের। আমরা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত প্রত্যেকেই সাফল্যের সঙ্গে এই সর্বভারতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত করতে বদ্ধপরিকর।” তিনি বলেন, “সারা দেশের ৪টি জোনের সেরা ১৬টি টিম এই সর্বভারতীয় আন্তঃ বিশ্ববিদ্যালয় মহিলা ফুটবল প্রতিযোগিতায় অংশ নেবে। সবমিলিয়ে সারা দেশের প্রায় ৫০০ জন প্রতিনিধি আসছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে। তাঁদের আতিথেয়তার ব্যবস্থা করা হয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই।” তিনি আরও বলেন, গত বছর সর্বভারতীয় আন্তঃ বিশ্ববিদ্যালয় মহিলা ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। এবারও ইতিমধ্যেই তারা ইস্টার্ন জোন চ্যাম্পিয়ন হয়েছে।
একইসঙ্গে উপাচার্য এও জানিয়েছেন, মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের যে ১৬টি দল অংশ নেবে, তাঁদের বৈচিত্র্যময় পোশাক-পরিচ্ছদ, রীতি-নীতি ও কৃষ্টি-সংস্কৃতি তুলে ধরতে আগামী ৮ জানুয়ারি মেদিনীপুর শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজিত হবে। খেলাগুলি হবে ৯-১৩ জানুয়ারি। এর মাঝে, মেদিনীপুরের খাদ্য ও সংস্কৃতি তুলে ধরতে ১১ জানুয়ারি একটি ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এছাড়াও, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হবে ১০ জানুয়ারি। যেখানে ১৬টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা তাঁদের সাংস্কৃতিক দক্ষতা মেলে ধরবেন। আর এই উপলক্ষে অখন্ড মেদিনীপুর সহ বাংলা ও সারা দেশের বিখ্যাত ফুটবলার সহ সফল ক্রীড়াবিদদের সম্মানিত করা হবে বলেও জানিয়েছেন উপাচার্য অধ্যাপক সুশান্ত কুমার চক্রবর্তী।