১০৭ ওভারে খেল খতম! সব থেকে কম বলে টেস্ট জেতার বিশ্বরেকর্ড করল রোহিতের ভারত, কাদের রেকর্ড ভাঙল

বৃহস্পতিবার ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট শেষ হয়ে গেল মাত্র দেড় দিনেই। এ দিন চা-বিরতির আগেই লক্ষ্যমাত্রার ৭৯ রান তুলে জিতে যায় ভারত। সেই ম্যাচেই দেখা গেল বিশ্বরেকর্ড। ফয়সালা হয়েছে এমন কোনও ম্যাচ বলের নিরিখে সবচেয়ে কম সময়ে শেষ হল। ভেঙে গেল ৯২ বছর পুরনো রেকর্ড।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার এই ম্যাচ হয়েছে মাত্র ১০৭ ওভারে। অর্থাৎ ৬৪২টি বল খেলা হয়েছে। এর আগের রেকর্ড ছিল ১৯৩২ সালে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচে। সেই ম্যাচটি শেষ হয়েছিল ১০৯.২ ওভার বা ৬৫৬ বলে। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ়‌ বনাম ইংল্যান্ডের ম্যাচ। ১৯৩৫ সালে সেই ম্যাচটি টিকেছিল ১১২ ওভার বা ৬৭২ বল।

এর পরে দু’টি অ্যাশেজ়‌ের ম্যাচ রয়েছে। দু’টি ১৮৮৮ সালের। প্রথম ক্ষেত্রে অগস্ট মাসে ইংল্যান্ড জিতেছিল। সেই ম্যাচ ৭৮৮ বল খেলা হয়েছিল। তার ঠিক আগে জুলাই মাসে একটি ম্যাচে অস্ট্রেলিয়া হারিয়েছিল ইংল্যান্ডকে। সেই ম্যাচটি হয়েছিল ৭৯২ বলের।

বুধবার টেস্টের প্রথম দিনেই পড়ে গিয়েছিল ২৩টি উইকেট। মহম্মদ সিরাজের ৬ উইকেটের দাপটে ৫৫ রানে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। পরে ভারতও ১৫৩ রানে অলআউট হয়ে যায়। প্রথম দিনের খেলা শেষ হওয়ার আগে দক্ষিণ আফ্রিকারও তিনটি উইকেট পড়ে যায়। পরের দিন, অর্থাৎ বৃহস্পতিবার সকালে দক্ষিণ আফ্রিকার সাত উইকেট পড়ে মধ্যাহ্নভোজের আগেই। তার পরে রান তাড়া করতে নেমে ভারত রান তুলে নেয় ৩ উইকেট হারিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.