দেগঙ্গা বইমেলায় ঘটে গেল দুর্ঘটনা। ভিড়ের চাপে ভেঙে পড়ল বইমেলার গেট। আর তাতেই গোটা মেলা জুড়ে শুরু হয়ে গেল দর্শকদের ছোটাছুটি। আহত হয়েছেন কমপক্ষে ৫ জন। আসল কারণ হল শনিবার ছিল অনুপম রায়ের গানের অনুষ্ঠান চিল বইমেলায়। তাতেই উপচে পড়ে ভিড়। তার পরেই ওই বিপত্তি।
প্রত্যক্ষদর্শীদের দাবি, মেলায় যে সংখ্যক দর্শক ধরার কথা তার থেকে অন্তত তিনগুন বেশি দর্শক হাজির হয়ে যান অনুপমের অনুষ্ঠান দেখতে। সন্ধে সাতটা নাগাদ ওই বিপুল সংখ্যাক দর্শক মেলায় ঢুকতে গেলে শুরু হয়ে যায় হুডে়াহুড়ি। তাতেই ভেঙে পড়ে মেলার গেট। কারও মাথা ফেটে যায়, কারও গুরুতর চোট লাগে। কেউ কেউ পদপৃষ্টি হয়ে যান। তড়িঘড়ি আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হিমশিম খেয়ে যায় পুলিস ও উদ্যোক্তারা। তাঁদের দাবি, এত মানুষ চলে আসবেন তারা তা আন্দাজ করতে পারেননি। শেষপর্যন্ত পুলিস লাঠি উঁচিয়ে ভিড় ছত্রভঙ্গ করে দেয়।
গত ১১ বছর দেগঙ্গা বইমেলা বন্ধ ছিল। এবছর তা ফের শুরু হয়। ফলে মানুষের উত্সাহ ছিল মেলা ঘিরে। তার উপরে আজ অনুপম রায়ের অনুষ্ঠান ছিল। তাতেই ওই বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়ে যায়। তার মধ্যেই এই দুর্ঘটনা। শেষপর্যন্ত বাতিল হয়ে যায় গানের অনুষ্ঠান। ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে টাকি রোড।