রায়দান প্রক্রিয়া শুরু করল সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানালেন, গোটা রায় প্রক্রিয়ার জন্য সময় লাগতে পারে আধঘণ্টা। একথা বলে রায় পড়তে শুরু করলেন প্রধান বিচারপতি
পাঁচজন বিচারপতির রায় শোনাচ্ছে। প্রধান বিচারপতি জানালেন শুনানির রায় নিয়ে সব বিচারপতি সহমত হয়েছেন। তাই সর্বসম্মত রায় ঘোষণা করা হচ্ছে।
১৯৪৫ সালের অর্ডারকে চ্যালেঞ্জ করে সিয়া ওয়াকফ বোর্ড যে পিটিশন দাখিল করেছিল তা সর্বসম্মতিতে খারিজ করা হচ্ছে।
মসজিদ কে বানিয়েছিল, কখন বানানো হয়েছিল তার কোনও প্রমাণ নেই।
পুরাতত্ত্ব বিভাগ জানিয়েছে বিতর্কিত সৌধের নীচে একটি ধাঁচা রয়েছে। এ ব্যাপারে তথ্য-প্রমাণও পেশ করেছে পুরাতত্ত্ব বিভাগ।
পুরাতত্ত্ব বিভাগ এমন কোনও তথ্য দেয়নি যে ওই ধাঁচা ভেঙেই মসজিদ গড়ে তোলা হয়েছিল। তা ছাড়া সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এও বলেন, পুরাতত্ত্ব বিভাগ এও নিশ্চিত করে বলেনি যে ওই ধাঁচা মন্দিরই ছিল। তবে প্রধান বিচারপতি এও বলেন, এটা ঠিক যে খালি জমির উপর মসজিদ নির্মিত হয়নি।