আবারও বাঘ দর্শন নেওড়া ভ্যালির জঙ্গলে। হাড় কাঁপানো শীতে সমতল থেকে এগারো হাজার ফুট উঁচুতে ঘুরে বেড়াচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। জলপাইগুড়ি’র গরুমারা জাতীয় উদ্যানের অন্তর্গত নেওড়া ভ্যালির জঙ্গলে বন দফতরের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়লো এই রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি। একবার দুবার এই ছবি ধরা পড়েনি। বন দফতরের রিপোর্ট বলছে গত দু’মাসে একাধিকবার দেখা মিলেছে রয়্যাল বেঙ্গল টাইগারের। একটি বাঘ ঘুরে বেড়াচ্ছে, নাকি কয়েকটি বাঘ রয়েছে সেই তথ্য খুঁজতে বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছে বনদফতর। তবে অনুমান কয়েকটি বাঘের উপস্থিত রয়েছে এই নেওড়া’র জঙ্গলে।
এদিকে বাঘের ছবি হাতে পেতেই বাঘ বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করছে বনদফতর। ছবি ধরে জানার চেষ্টা চলছে একটি বাঘ, নাকি একাধিক বাঘ রয়েছে?
অন্যদিকে বনদফতর সূত্রে জানা গিয়েছে, নেওড়ার জঙ্গলে একাধিক বাঘের উপস্থিত রয়েছে, বনকর্মীরা সেই আভাস পেয়েছে।
গরুমারা’র ডিএফও দীজোপ্রতীম সেন বলেন, “অক্টরব ও নভেম্বর মাসে কয়েকবার বাঘের দেখা পাওয়া গিয়েছে। সব ছবি ট্র্যাপ ক্যামেরার ধরা পড়েছে। সেই সব এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বনকর্মীদের। একটা পরিকল্পনা নেওয়া হচ্ছে টাইগার প্রজেক্টের অধীনে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে।