বীর বাল দিবসে শ্রদ্ধা জানালেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
মঙ্গলবার শুভেন্দুবাবু এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “বীর বাল দিবসে আমি সাহেবজাদা বাবা জোরওয়ার সিং জি এবং সাহেবজাদা বাবা ফতেহ সিং জি’কে শ্রদ্ধা জানাই; গুরু গোবিন্দ সিং জির ছোট দুই ছেলে তাদের মহান বীরত্ব, অদম্য সাহস এবং সর্বোচ্চ আত্মত্যাগের জন্য স্মরণীয়। অত্যন্ত কম বয়সে ১৭০৫ সালের ২৬শে ডিসেম্বর তাঁরা শহিদ হন।
তথাগতবাবু এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “এর কাহিনীটা হচ্ছে, গুরু গোবিন্দ সিং-এর দুই শিশুপুত্র, ফতে সিং ও জোরাবর সিং’কে (বয়স ৯ ও ৬) সিরহিন্দের নবাব হুকুম দিয়েছিল ধর্ম পরিবর্তন করে মুসলমান হতে। শিশুদুটি সরাসরি অস্বীকার করে। তারপর নবাবের হুকুমে দেয়ালের মধ্যে তাঁদের জ্যান্ত গেঁথে দেওয়া হয়। নিষ্ঠুরতাটা ভাবতে পারেন?”
প্রসঙ্গত, গত বছর জানুয়ারিতে শ্রী গুরু গোবিন্দ সিং জীর প্রকাশ পরবের দিন প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন প্রতি বছর ২৬ শে ডিসেম্বর বীর বাল দিবস হিসাবে পালিত হবে।