বছর শেষে আবারও বড় স্বস্তি খবর গ্যাসের দামে। এলপিজি গ্যাস সিলিন্ডারের(LPG cylinder) দাম কমিয়েছে পেট্রোলিয়াম কোম্পানিগুলি। রাষ্ট্র-চালিত তেল বিপণন সংস্থাগুলি (OMCs) চারটি মেট্রো শহরে ১৯ কিলোগ্রাম বাণিজ্যিক এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডারের দাম কমানোর কথা ঘোষণা করেছে। ২২ নভেম্বর থেকে কার্যকর হবে এই দাম। এই দাম কমার ফলে বাণিজ্যিক রান্নার গ্যাস ব্যবহারকারী যেমন হোটেল-রেস্তোরাঁগুলি কিছুটা স্বস্তি পেয়েছে।
এই নতুন দামের অ্যাডজাস্টমেন্ট দিল্লি, মুম্বই, কলকাতা এবং চেন্নাইতে প্রতিফলিত হবে। দীপাবলির ঠিক আগে সিলিন্ডার প্রতি ১০১.৫ টাকা দাম বৃদ্ধি পায়। এরপরে নভেম্বরে কমে দাম। ১৬ নভেম্বর থেকে চারটি শহরে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ধার্য হয় দিল্লিতে ১,৭৭৫.৫ টাকা কলকাতায় ১,৮৮৫.৫ টাকা, মুম্বইয়ে ১,৭২৮ টাকা এবং চেন্নাইয়ে ১,৯৪২ টাকা। এবার এক ধাক্কায় সিলিন্ডার প্রতি দাম কমল ৩৯.৫ টাকা।
দাম কমে ২২ নভেম্বর থেকে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ধার্য হয় দিল্লিতে ১৭৫৭ টাকা কলকাতায় ১,৮৬৮ টাকা, মুম্বইয়ে ১,৭১০ টাকা এবং চেন্নাইয়ে ১,৯২৯ টাকা। শুক্রবার ফের দাম কমে বানিজ্যিক গ্যাসের। বানিজ্যিক সিলিন্ডারের দাম কমলেও গার্হস্থ্য এলপিজির দামে কোনও পরিবর্তন হয়নি। বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমার ফলে হোটেল এবং রেস্তোরাঁর মতো ব্যবসার উপরে খরচের বোঝা কমবে। কারণ এই ব্যবসাগুলি রান্নার জন্য এলপিজির উপর নির্ভরশীল।