তাঁর দেশের দুই ক্রিকেটার আইপিএলের নিলামে বড় দাম পেয়েছেন। তা দেখে ডেভিড ওয়ার্নার সমাজমাধ্যমে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন। কিন্তু সেটা সম্ভব হল না। সানরাইজার্স হায়দরাবাদ ইনস্টাগ্রামে ওয়ার্নারকে ব্লক করে দিয়েছে। সেই ছবি পোস্ট করলেন ওয়ার্নার।
ইনস্টাগ্রামে তিনটি স্টোরি দিলেন ওয়ার্নার। সেখানে তিনি লেখেন, “সানরাইজার্স হায়দরাবাদ আমাকে ব্লক করে দিয়েছে। তাই ওদের পোস্ট রিপোস্ট করতে পারলাম না।” সেখানে দেখা যাচ্ছে হায়দরাবাদ ওয়ার্নারকে ব্লক করে দিয়েছে। প্যাট কামিন্সের পোস্টও করতে পারেননি ওয়ার্নার।
ওয়ার্নার এক সময় হায়দরাবাদের হয়ে খেলতেন। অধিনায়কও ছিলেন তিনি সেই দলের। কিন্তু ওয়ার্নার রান না পাওয়ায় তাঁকে আইপিএলের মাঝ পথে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছিল হায়দরাবাদ। পরে তাঁকে বসিয়ে দিয়েছিল তারা। পরে ওয়ার্নারকে ছেড়ে দেয় হায়দরাবাদ। তিনি চলে যান দিল্লিতে। সেই দলের অধিনায়ক হয়ে যান তিনি। কিন্তু ওয়ার্নারের সঙ্গে যে হায়দরাবাদের সম্পর্ক ভাল নয়, তা বোঝা গেল অস্ট্রেলিয়ার ক্রিকেটারের পোস্টে।