Indian Cricket News: এবার ছেড়েই দেওয়া হোক তাঁকে! বিসিসিআই রাখল তারকার অনুরোধ! এল বিরাট আপডেট

 ভারত-দক্ষিণ আফ্রিকা (India tour of South Africa) তিন ফরম্যাটে পূর্ণাঙ্গ সিরিজ খেলছে। দুই দেশ তিনটি টি-২০, তিনটি ওয়ানডে ও দু’টি টেস্টের জন্য় মুখোমুখি হয়েছে। কুড়ি ওভারের ফরম্য়াটে লড়াই ১-১ শেষ হয়েছে। চলছে পঞ্চাশ ওভারের খেলা। ভারত যেখানে এগিয়ে ১-০ ব্য়বধানে। সাদা বলের ক্রিকেট শেষ হলেই লাল বলের ক্রিকেট খেলবেন রোহিত শর্মা (Rohit Sharma) ও টেম্বা বাভুমারা (Temba Bavuma)। আগামী ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট কেপ টাউনে। প্রথম টেস্ট শুরুর ৯ দিন আগেই এল মেগা আপডেট। ভারতের তরুণ উইকেটকিপার-ব্য়াটার ঈশান কিশানকে (Ishan Kishan) টেস্ট সিরিজ থেকে ছেড়ে দিল বিসিসিআই (BCCI)! তাঁর পরিবর্তে দলে নেওয়া হল কেএস ভারতকে ( KS Bharat)।

https://platform.twitter.com/embed/Tweet.html?creatorScreenName=zee24ghanta&dnt=false&embedId=twitter-widget-1&features=eyJ0ZndfdGltZWxpbmVfbGlzdCI6eyJidWNrZXQiOltdLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X2ZvbGxvd2VyX2NvdW50X3N1bnNldCI6eyJidWNrZXQiOnRydWUsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdHdlZXRfZWRpdF9iYWNrZW5kIjp7ImJ1Y2tldCI6Im9uIiwidmVyc2lvbiI6bnVsbH0sInRmd19yZWZzcmNfc2Vzc2lvbiI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfZm9zbnJfc29mdF9pbnRlcnZlbnRpb25zX2VuYWJsZWQiOnsiYnVja2V0Ijoib24iLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X21peGVkX21lZGlhXzE1ODk3Ijp7ImJ1Y2tldCI6InRyZWF0bWVudCIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfZXhwZXJpbWVudHNfY29va2llX2V4cGlyYXRpb24iOnsiYnVja2V0IjoxMjA5NjAwLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X3Nob3dfYmlyZHdhdGNoX3Bpdm90c19lbmFibGVkIjp7ImJ1Y2tldCI6Im9uIiwidmVyc2lvbiI6bnVsbH0sInRmd19kdXBsaWNhdGVfc2NyaWJlc190b19zZXR0aW5ncyI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdXNlX3Byb2ZpbGVfaW1hZ2Vfc2hhcGVfZW5hYmxlZCI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdmlkZW9faGxzX2R5bmFtaWNfbWFuaWZlc3RzXzE1MDgyIjp7ImJ1Y2tldCI6InRydWVfYml0cmF0ZSIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfbGVnYWN5X3RpbWVsaW5lX3N1bnNldCI6eyJidWNrZXQiOnRydWUsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdHdlZXRfZWRpdF9mcm9udGVuZCI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9fQ%3D%3D&frame=false&hideCard=false&hideThread=false&id=1736334854508482983&lang=en&origin=https%3A%2F%2Fzeenews.india.com%2Fbengali%2Fsports%2Fishan-kishan-withdrawn-from-indias-test-squad-agianst-south-africa_499949.html&sessionId=a2f9256bcb5202d5596fb001b2969f34abc755f8&siteScreenName=zee24ghanta&theme=light&widgetsVersion=2615f7e52b7e0%3A1702314776716&width=550px

এখন প্রশ্ন, বছর পঁচিশের পটনার ক্রিকেটারকে কেন ছেড়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড? রবিবার বিসিসিআই বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘মিস্টার ঈশান কিশান বিসিসিআই-কে অনুরোধ করেছিলেন যে, তাঁকে যেন আসন্ন ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে অব্য়হতি দেওয়া হয়, তিনি ব্য়ক্তিগত কারণেই এই টেস্ট থেকে নিজের নাম প্রত্য়হার করেছেন।’ যদিও বিসিসিআই জানায়নি ঠিক কোন কারণ ঈশান দেখিয়েছেন। শ্রীকর ভারত শেষবার টেস্ট খেলেছেন চলতি বছর জুনে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওভালে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি ভারতীয় দলের পরিকল্পনায় ছিলেন না। কিন্তু ঈশান না খেলায় বিসিসিআই তাঁকে ফেরাল টিমে। যদিও টেস্টে উইকেটের পিছনে কেএল রাহুলকেই দেখা যাবে, একথা এখনই বলা যায়, কেএল থাকবেন ব্য়াক-আপ হিসেবে। অন্য়দিকে এই টেস্টে নেই মহম্মদ শামিও। বিশ্বকাপে বল হাতে ভারতের নায়ককে ভোগাচ্ছে গোড়ালির চোট। সেই কারণেই তারকা পেসার উড়ে যাচ্ছেন না দক্ষিণ আফ্রিকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.