রাজ্যে পার্শ্বশিক্ষক নিয়োগে আইনি জট কাটল অবশেষে। রাজ্য সরকারের সিদ্ধান্তকেই মান্যতা দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের নির্দেশ, উচ্চপ্রাথমিক স্কুলগুলিতে নিয়োগে ১০ শতাংশ সংরক্ষিত থাকবে শুধুমাত্র পার্শ্বশিক্ষকদের জন্য। শুধু তাই নয়, পার্শ্বশিক্ষক নিয়োগে স্থগিতাদেশও প্রত্যাহার করে নিয়েছেন তিনি।
বাম আমলে রাজ্য প্রাথমিক ও উচ্চপ্রাথমিক স্কুলগুলিতে পার্শ্বশিক্ষকের সংখ্যা ছিল ৫০ হাজারেরও বেশি। কিন্তু এখন অনেকেই অবসর নিয়েছেন। কেউ কেউ আবার অন্যত্র চাকরিও পেয়ে গিয়েছেন। তৃণমূল জমানায় উচ্চ প্রাথমিক নিয়োগে ক্ষেত্রের ১০ শতাংশ আসন পার্শ্বশিক্ষকদের জন্য় সংরক্ষণের সিদ্ধান্ত নেয় সরকার। জারি করা হয় বিজ্ঞপ্তিও। কবে? ২০১৬ সালে।
এদিকে রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় হাইকোর্টে। সময় লাগল ৭ বছর। মামলায় এবার রায় ঘোষণা করলেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। রায়ে তিনি জানিয়েছেন, ‘পার্শ্বশিক্ষকের জন্য় সংরক্ষণ রাজ্য সরকারের নীতিগত সিদ্ধান্ত। আদালত হস্তক্ষেপ করবে না’। খারিজ হয়ে গেল ২০১৭ সাল থেকে স্পেশাল এডুকেটর, সম্প্রসারক, সম্প্রসারিকা, মুখ্য় সহায়ক ও সহায়িকাদের দায়ের করা মামলাগুলিও।