বিশ্বকাপে ব্যর্থতার জের, পাকিস্তান দল থেকে বাদ পড়তে পারেন বাবরের দুই বন্ধু

বিশ্বকাপের ব্যর্থতা কাটিয়ে এখনও বেরোতে পারেনি পাকিস্তান। ভবিষ্যতে ভাল ফলাফলের জন্য এখন থেকেই কড়া পদক্ষেপ নেওয়া শুরু করল তারা। নিউ ‌জ়িল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ়ে বাদ পড়তে পারেন বিশ্বকাপে পাকিস্তানের সহ-অধিনায়কের দায়িত্ব সামলানো শাদাব খানই। শুধু তাই নয়, নিয়মিত উইকেটকিপার মহম্মদ রিজ়ওয়ানকেও নাকি আর সে ভাবে না-ও খেলানো হতে পারে। এঁরা দু’জনেই বাবর আজমের খুব কাছের বন্ধু।

পাকিস্তানের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শাদাবকে টি-টোয়েন্টি সিরিজ়ে বাদ দেওয়া হতে পারে। তাঁর জায়গায় আবরার আহমেদ খেলতে পারেন। এ ছাড়া উসামা মির এবং মহম্মদ নওয়াজ়কে নিয়েও ভাবা হচ্ছে। বিশ্বকাপে বাবর আজমের সহকারী ছিলেন শাদাব। কিন্তু সেখানেও খারাপ খেলার কারণে বাদ পড়তে হয়েছিল তাঁকে। শাদাবকে ছেড়ে এ বার ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে ভাবতে চাইছে পাকিস্তান। সুযোগ দেওয়া হচ্ছে তরুণ ক্রিকেটারদের। এই কারণেই টি-টোয়েন্টিতে শাদাবের জায়গায় শাহিন আফ্রিদিকে অধিনায়ক করা হয়েছে।

একই ভাবে, প্রাক্তন উইকেটকিপার মইন খানের ছেলে আজম খানকে তুলে আনতে চাইছে পাকিস্তান। তিনিই এখন প্রথম পছন্দের উইকেটকিপার। দলের ভারপ্রাপ্ত কোচ এবং টিম ডিরেক্টর মহম্মদ হাফিজ়ের অনুরোধে টি-টোয়েন্টি দলে নেওয়া হতে পারে রিজ়ওয়ানকে। তবে দলে থাকলেও তাঁকে হয়তো প্রথম একাদশে নেওয়া হবে না। বাবরকেও দলে নেওয়া হবে। তবে প্রথম দিকের ম্যাচগুলিতে না-ও খেলতে পারেন তিনি। বিশ্রাম দেওয়া হতে পারে বাবরকে।

আগামী ২৫ ডিসেম্বর নিউ জ়িল্যান্ড সিরিজ়‌ের দল ঘোষণা করতে পারে পাকিস্তান। অভিজ্ঞ অলরাউন্ডার তথা প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক সুযোগ পান কি না, সেটাও দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.