জরিমানা করেও যখন ফল পাওয়া যাচ্ছে না তখন একেবারে বসের টেবিলে অভিযোগ পৌঁছে দিয়ে সমস্যা সমাধানের পথ খুঁজল বেঙ্গালুরু ট্রাফিক পুলিশের পূর্ব বিভাগ। পথ নিরাপত্তা এবং ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বাড়াতে নয়া কৌশল নেওয়া হয়েছে বেঙ্গালুরুতে। শহরের ট্রাফিক পুলিশের পূর্ব বিভাগ চলতি সপ্তাহ থেকে এক সচেতনতামূলক অভিযান শুরু করেছে। পরীক্ষামূলকভাবে এই অভিযান চালানো হচ্ছে। সফল হলে শহরের বিভিন্ন এলাকাগুলিকে এর আওতায় আনা হতে পারে বলে
জানাগেছে।
বেপরোয়া ভাবে গাড়ি চালানো, ট্রাফিক সিগন্যাল ভাঙার ঘটনা ঘটছে প্রায়শই। জরিমানা করেও এই ধরনের কাজ আটকানো যাচ্ছেন না বলে দাবি ট্রাফিক পুলিশের। একটি বিশেষ এলাকায় সমীক্ষাও চালিয়েছে পুলিশ, সেখানে দেখা গেছে যতগুলি ট্রাফিক আইন ভাঙার ঘটনা ঘটেছে তার মধ্যে বেশিরভাগ অভিযোগই উঠেছে প্রযুক্তি কর্মীদের বিরুদ্ধে। অফিস হোক বা বাড়ি, নির্দিষ্ট সময় পৌঁছানোর জন্য অনেক সময় তারা দ্রুত গাড়ি চালাতে গিয়ে কোনো না কোনো ট্রাফিক আইন ভেঙেছেন।
শহরের ট্রাফিকের পূর্ব বিভাগের ডেপুটি পুলিশ কমিশনার কুলদীপ কুমার জৈন বলেন, প্রাথমিকভাবে পূর্ব বিভাগে এই ধরনের অভিযান চালানো হচ্ছে। যদি কোনো তথ্য প্রযুক্তি কর্মী ট্রাফিক আইন ভাঙেন তাহলে সরাসরি নোটিশ পাঠানো হবে ওই কর্মীর অফিসে। ই-মেইল বা হোয়াটসঅ্যাপে সেই নোটিশ পাঠানো হবে। ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ডেপুটি কমিশনার জানিয়েছেন, যে তথ্যপ্রযুক্তি কর্মী ট্রাফিক আইন ভাঙবেন তার পরিচয়, কোন সংস্থায় তিনি কাজ করেন, সব তথ্য যাচাই করা হবে। তারপর ওই কর্মীর অপরাধ সম্পর্কে জানানো হবে তার বসকে। তারা আশাবাদী এই পদক্ষেপ ট্রাফিক আইন রক্ষায় কার্যকরি ভূমিকা পালন করবে।