সমাপ্ত বাংলা সাহিত্যের এক অধ্যায়, প্রয়াত হলেন সাহিত্যিক নবনীতা দেবসেন। দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন বাংলা প্রবাদপ্রতিম এই সাহিত্যিক। বৃহস্পতিবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ নিজের বাড়িতেই প্রয়াত হন তিনি। বয়স হয়েছিল ৮১ বছর।
২০০০ সালে পদ্মশ্রী পান নবনীতা দেবসেন৷ ১৯৯৯-তে পান সাহিত্য অকাদেমি পুরস্কার ৷ ১৯৫৯ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম গ্রন্থ ‘প্রথম প্রত্যয়’ ৷
নবনীতা দেবসেনের মৃত্যুতে বাংলার সারস্বত সমাজে শোকের ছায়া নেমেছে। গভীর শোকপ্রকাশ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ও।