মৌমাছির আতঙ্ক! ঘুম উড়েছে স্কুল পড়ুয়া ও পথ চলতি মানুষজনের। শুক্রবার দুপুর থেকে এই ঘটনাকে ঘিরে তুমুল আতঙ্ক ছড়ায় বালুরঘাটের রেল স্টেশন সংলগ্ন হঠাৎ পাড়া এলাকায়। শতাধিক মৌমাছির কামড়ে গুরুতর আহত হয়েছেন স্থানীয় একটি বেসরকারি স্কুলের এক অশিক্ষক কর্মীও।
জানা যায়, গুরুতর আহত ওই অশিক্ষক কর্মীর নাম টুসি ভট্টাচার্য। বাড়ি বালুরঘাটের চকভৃগু এলাকায়। এদিন দুপুরে রেলস্টেশন সংলগ্ন ওই হঠাৎপাড়া এলাকা দিয়ে হেঁটে যাবার সময় আচমকা তার পিছু নেয় একঝাঁক মৌমাছি। এরপরেই তাদের আক্রমনে রাস্তার পাশে মাটিতে লুটিয়ে পড়েন ওই মহিলা। যা দেখেই ছুটে আসেন স্থানীয় কিছু লোকজন। এরপরেই আগুন জ্বালিয়ে তাড়ানো হয় মৌমাছিদের। গুরুতর আহত অবস্থায় টুসি ভট্টাচার্যকে নিয়ে যাওয়া হয় বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে। যেখানেই চিকিৎসাধীন রয়েছে ওই অশিক্ষক মহিলা কর্মী। একইভাবে ওই এলাকা দিয়ে যাবার সময় মৌমাছির কামড়ে আহত হয়েছেন আরো এক পথচারী। যে ঘটনাকে ঘিরেই ওই এলাকায় তুমুল আতঙ্ক তৈরি হয়েছে স্কুল ছাত্রী ও পথচারীদের মধ্যে।
প্রত্যক্ষদর্শী বিকাশ সাহা বলেন, স্কুলের সামনে ঝোপের মধ্যে একটি মৌমাছির চাক তৈরি হয়েছে। যার সামনের রাস্তা দিয়ে যাবার সময় এক মহিলাকে কয়েকশো মৌমাছির ঝাঁক ঘিরে ধরে। তারা ছুটে গিয়ে আগুন জ্বালিয়ে ওই মহিলাকে মুক্ত করে হাসপাতালে ভর্তি করিয়েছেন। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন পথচলতি মানুষজন। যাকে ঘিরে দিনভর আতঙ্ক তৈরি হয়েছে ওই এলাকায়।