ভাবুন, ভাবতে শিখুন, সময় থাকতে ভাবুন।
আজকের (ভাঙা)মন্দিরময় আফগানিস্তান প্রমাণ করে যে আফগানিস্তান এক সময় শুধুই হিন্দুর দেশ ছিল। তারপর মুসলিম এল, তারপর কিছুদিন হিন্দু-মুসলিম ছিল, এখন শুধুই মুসলিম। একই ইতিহাস ইরানের, ইরাকের। একইভাবে, একসময় ইন্দোনেশিয়া, মালয়েশিয়ায় সবাই হিন্দু ছিল, তারপর একসময় সেখানে মুসলিম পৌছেছিল, তারপর কিছুটা সময় হিন্দু মুসলিম মিলে ছিল, আর এখন সেখানে (বালির মতো কিছু ছোটো খাটো অঞ্চল বাদে) শুধুই মুসলিম আর মুসলিম। ইন্দোনেশিয়া তো আবার পৃথিবীর বৃহত্তম মুসলিম জনবসতির দেশের তকমা অর্জন করে ফেলেছ। ইরান থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত এই বিস্তীর্ণ অঞ্চলজুড়ে যে এক সময় হিন্দুর বসতিছিল তা এই সমগ্ৰ অঞ্চলজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য মন্দির আর মূর্তির ধ্বংসাবশেষই স্বাক্ষ দেয়। ঘরের কাছের পাকিস্তানেও একসময় শুধুই হিন্দুর বসতি ছিল, তারপর হিন্দু-মুসলিম, এখন শুধু মুসলিম। বাংলাদেশেও এক সময় শুধু হিন্দু ছিল, তারপর হিন্দু-মুসলিম, এখন শুধু মুসলিম হওয়ার গন্তব্যে প্রায় পৌঁছে গেছে। খন্ডিত ভারতেও দ্রুত গতিতে বদলাচ্ছে জনবসতির ধর্মীয় চরিত্র। 1947-এ 10%এর কম থাকা মুসলিম এই মাত্র 70বছরের ব্যাবধানে দ্বিগুণ হতে যাচ্ছে অর্থাৎ কুড়ি শতাংশ হওয়ার দিকে এগিয়েছে। কোনো অঞ্চলের জনবসতির চরিত্র জ্যামিতিক অনুপাতে অতিদ্রুত পরিবর্তিত হয়। যা এই পশ্চিমবঙ্গ ও আসামের জনবসতির চরিত্র পরিবর্তনের গতি পর্যবেক্ষণ করলেই বোঝা যাবে। অতএব দেশ হিসেবে আমাদের ভারতও যে একই পরণতির দিকে দ্রুত এগোচ্ছে তা বলাই বাহুল্য।
আসলে এটা একটা প্রমাণিত সত্য যে একই বাস্তুতন্ত্রে এবং পুষ্টির জন্য একই প্রাকৃতিক উৎসের রসদের উপর নির্ভরশীল দুটি ভিন্ন প্রজাতির প্রাণের/প্রাণীর অস্তিত্ব চিরস্থায়ী হতে পারেনা। যেটির জন্মহার বেশী সেটি টিকে থাকবে, আর অন্যটি হারিয়ে যাবে কালের নিয়মে। প্রকৃতির রাজ্যে এর কোনো ব্যাতিক্রম নেই। একটা বাস্তব উদাহরণ নেওয়া যাক। দ্রুত বংশবৃদ্ধিশীল আগাছা আর শস্য চারা একই জমিতে লাগালে এবং আগাছার বৃদ্ধি নিয়ন্ত্রণ না করলে কালক্রমে পূরো জমিটিই আগাছায় ভরে যায়, কোনো শস্য গাছ অবশিষ্ট থাকে না, কারণ জমির সম্পূর্ণ পুষ্টির উপাদানটুকু আগাছায় খেয়ে নেয়। আর একটা উদাহরণ নেওয়া যাক। একসঙ্গে তেলাপিয়া ও রুই/কাতলা চারা পোনা কোনো পুকুরে চাষ করলে কিছুদিন পর পুকুর শুধু তেলাপিয়ায় ভরে যায় ওদের উচ্চ বংশবৃদ্ধির কারণে, কিন্তু পুকুরের রুই/কাতলা বাড়ে না পুষ্টির অভাবে এবং কালক্রমে হারিয়ে যায়।
অতএব ভারতীয় হিন্দুকে যদি হিন্দু হিসেবে বাঁচতে হয় তবে এখুনি মুসলিমদের জন্য বাধ্যতামূলক এক-সন্তান আইন করতে হবে ভারত সরকারকে। নতুবা “ইসলামিক রিপাবলিক অফ ইন্ডিয়া” হওয়াটা শুধু সময়ের অপেক্ষা মাত্র।
বাপ্পা দত্ত