IND vs SA: প্রোটিয়াদের বিরুদ্ধে ইতিহাস গড়তে কোন ছকে নামবে ভারতের ব্যাটাররা? জানিয়ে দিলেন দ্রাবিড়

ভারতীয় দলের কোচ হিসাবে জার্নিটা গতবারের দক্ষিণ আফ্রিকা (South Africa) সফর দিয়েই শুরু করেছিলেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। সেই সময় ভারতীয় ক্রিকেটকে ঘিরে একাধিক বিতর্ক তৈরি হলেও, সেঞ্চুরিয়ানে আয়োজিত প্রথম টেস্টে ১১৩ রানে জিতেছিল টিম ইন্ডিয়া (Team India)। কিন্তু এর পর একের পর বিতর্কের জেরে খেই হারায় ‘মেন ইন ব্লু’ ব্রিগেড। টেস্ট থেকে শুরু করে একদিনের সিরিজ, সব ফরম্যাটেই হারের মুখ দেখে ভারতীয় দল। আর তাই এবার রামধনুর দেশে উড়ে যাওয়ার আগে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলিকে (Virat Kohli) বাড়তি দায়িত্ব নেওয়ার পরামর্শ দিলেন ‘দ্য ওয়াল’। তবে শুধু রোহিত-বিরাট নন, সীমিত ওভারের সিরিজ জেতার জন্য শুভমান গিল (Shubman Gill), সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), শ্রেয়স আইয়ারদের (Shreyas Iyer) দিকে তাকিয়ে রয়েছেন দ্রাবিড়।

দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের ব্যাটাররা একাধিক সমস্যার মুখে পড়েছে। সেই ১৯৯২ সাল থেকে চলে আসছে এই প্রথা। স্বভাবতই এবার সফর শুরু হওয়ার আগে ব্যাটারদের নিয়ে প্রশ্ন উঠবেই। রাহুল দ্রাবিড় বলেন, “এটা মেনে নিতে কোনও দ্বিধা নেই যে দক্ষিণ আফ্রিকায় ব্যাট করা সবচেয়ে কঠিন। বিশেষ করে সেঞ্চুরিয়ান ও জোহানেসবার্গে ব্যাট করা বেশ কঠিন। তাই সিরিজ শুরু হওয়ার আগে ঠিকঠিকভাবে প্ল্যানিং দরকার। সেইমতো কাজ শুরু হয়ে গিয়েছে।”

কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, মার্কো জ্যানসেনদের কিন্তু কীভাবে মোকাবিলা করবেন? দ্রাবিড় ফের যোগ করলেন, “সব ব্যাটার একইভাবে বোলারদের মোকাবিলা করবে এটা ভেবে নেওয়া বোকামি। পিচ, পরিবেশ ও বোলারদের মাথায় রেখে সবাইকে আলাদাভাবে অনুশীলন করার কথা বলা হয়েছে।”

আগামী ১০ ডিসেম্বর থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। প্রোটিয়াদের বিরুদ্ধে তিনটি ২০ ওভারের ম্যাচ খেলার পর, ১৭ ডিসেম্বর থেকে ভারত তিনটি ৫০ ওভারের ম্যাচ খেলতে নামবে। এর পর ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে বক্সিং ডে টেস্ট। ২০২৪ সালে ৩ জানুয়ারি টেম্বা বাভুমাদের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে টিম ইন্ডিয়া।

১৯৯২-৯৩ মরশুম থেকে এখনও পর্যন্ত, দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই দেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ জেতা তো অনেক দূরের কথা মাত্র ৪টি ম্যাচ জিতেছে ভারত। এর মধ্যে দ্রাবিড়ের নেতৃত্বে ২০০৬-০৭ মরশুমে প্রথমবার টেস্ট জিতেছিল টিম ইন্ডিয়া। ২০১১-১২ মরশুমে মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে ১-১ ফলাফলে সিরিজ শেষ করেছিল ভারত। এর পর দুবার বিরাটের অধিনায়কত্বে এসেছিল জোড়া জয়। ২০১৭-১৮ মরশুমে টেস্ট জেতার পর ২০২১-২২ সফরে ফের তাঁর নেতৃত্বে টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল দল। এবার কি ভারতীয় দল ইতিহাস গড়তে পারবে? সেটা সময় বলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.