উত্তরের ৩ রাজ্যে বিজেপির এই বিপুল জয় নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে বিদেশের তাবড় তাবড় সংবাদ মাধ্যম। বেশিরভাগ প্রতিবেদনেই পদ্ম শিবিরের জয়ের জন্য প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা অটুট থাকাকেই দাবি করা হয়েছে। একই সঙ্গে বিদেশের সংমাধ্যমগুলোর আরও দাবি, এই জয় আসলে মোদীর প্রধানমন্ত্রী হবার হ্যাট্রিকের আভাস।
বিদেশি সংবাদমাধ্যমে বিধানসভা ভোটের সাফল্যকে লোকসভা নির্বাচনের ফলাফলের ইঙ্গিত বলে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, মোদীর জনপ্রিয়তা যে অটুট তারই প্রতিফলন দেখা গেছে এই তিন রাজ্যের ভোটের ফলাফলে।
অন্যদিকে হিন্দি বলয়ে কংগ্রেসের হারকে গান্ধী পরিবারের জন্য বড় ধাক্কা বলেছে বেশ কিছু বিদেশী সংবাদ মাধ্যম। তারা বলেছেন, বিজেপিতে মোদী, কংগ্রেসে রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধী ছিলেন মুখ। মোদী জিতেছেন, পরাজিত হয়েছেন গান্ধী পরিবার।
প্রধানমন্ত্রী রবিবার দাবি করেন, বিধানসভার সাফল্য লোকসভা ভোটের ফলের আভাস। কেন্দ্রীয় সরকারের, তার সরকারের হ্যাট্রিকের গ্যারান্টি। দেখা যাচ্ছে বিদেশে সংবাদ মাধ্যমে একই দাবি করা হয়েছে। তিনি দাবি করেছিলেন, এই বিধানসভা ভোট বিদেশেও চর্চার বিষয়। সেই কথা মিলেও গেল।
চার রাজ্যের বিধানসভার ফল নিয়ে নিউইয়র্ক টাইমস বিরাট বড় প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে উল্লেখ হয়েছে তিন রাজ্যের জয় বিজেপিকে লোকসভা ভোটের আগে হিন্দি বলয়ে অনেকটা এগিয়ে দিল। লেখা হয়েছে নরেন্দ্র মোদী একদিকে হিন্দুদের আস্থা ও ভরসার প্রতীক, অন্যদিকে দেশের অস্থির আর্থিক অবস্থার মধ্যেও গরিবের কল্যাণে অনেক অনুদানের ব্যবস্থা করেছেন তিনি। গোটা দেশে তিনি জনপ্রিয়। অলিতে গলিতেও বিজেপি সমর্থকরা তার ছবি হাতে নিয়ে প্রচার করেন।
ব্লুম্বার্গ লিখেছে, বিধানসভার এই নির্বাচন ছিল লোকসভা ভোটের মহড়া। সেক্ষেত্রে বিজেপি ও নরেন্দ্র মোদী অনেকটা এগিয়ে গেলেন। কংগ্রেস মূল্য বৃদ্ধি, বেকারত্ব, জাত সমীক্ষার মতো ইস্যু তুলে প্রচার শুরু করলেও তা ধোপে টেকেনি।
বিশেষজ্ঞদের মতামত তুলে ধরে ব্লুম্বার্গ লিখেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অত্যন্ত জনপ্রিয়। বিধানসভার ফল লোকসভা নির্বাচনে জয়ের প্রবণতা তৈরি করে দিল। বিজেপি খারাপ ফল করলে বিরোধীরা হয়তো পালে হাওয়া পেতো। কিন্তু ভোটের ফল বলছে মোদীর তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়া নিশ্চিত। রয়টার্স লিখেছে, ক্ষমতায় থাকার পরেও নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা অতুলনীয়। তাকে মোকাবিলায় বিরোধীদের আঠাশটি দল মিলে ইন্ডিয়া জোট করেছে কিন্তু নিজেদের মধ্যে গোলমাল থাকায় তারা এই নির্বাচনে ব্যর্থ।
সংবাদ সংস্থা এএফপি, সরাসরি বিধানসভার ফলকে গান্ধী পরিবারের জন্য বিপর্যয় বলেছে। তবে প্রতিবেদনে বলা হয়েছে মোদীকে মোকাবিলা করতে নেমেছিলেন রাহুল গান্ধী। তিনি ব্যক্তিগত আক্রমণ করেছেন মোদীকে। কিন্তু কংগ্রেস বড় ধাক্কা খেয়েছে।
লন্ডনের ফাইনান্সিয়াল টাইমস লিখেছে, যদিও রাজ্যের ভোটের সঙ্গে জাতীয় নির্বাচনের সরাসরি কোনো সম্পর্ক নেই, কিন্তু বিধানসভার ফল কংগ্রেসের জন্য বড় বিপর্যয়, যারা বহু দশক ভারতে শাসন করেছে। ২০১৪তে প্রধানমন্ত্রী মোদী হওয়ার পরে বিপাকে পড়েছে।