আজ মেদিনীপুর কলেজ-কলিজিয়েট স্কুল মাঠে অনুষ্ঠিত হলো মেদিনীপুর কলেজ (স্বশাসিত) এর ১৫১ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এবারে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ সুশান্ত কুমার চক্রবর্তী। প্রধান অতিথি ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার আরাধ্যক্ষ ধৃতিমান সরকার। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন ফুটবলার এবং মেদিনীপুর কলেজের প্রাক্তনী শ্রী সুধাময় সরকার।
প্রথামাফিক পতাকা উত্তোলন এবং মশাল প্রজ্জ্বলনের পরে ছাত্রছাত্রীদের মার্চ পাস্টের মধ্যে দিয়ে প্রতিযোগীতার সূচনা হয়। শপথ বাক্য পাঠ করেন কলেজের কৃতি ক্রীড়াবিদ ছাত্রী রুম্পা রাউল। নিজের ভাষণে মেদিনীপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক সত্যরঞ্জন ঘোষ মঞ্চে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের এবং উপস্থিত সকল শিক্ষক, শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীদের স্বাগত জানান। সুশান্তবাবুর বক্তব্যে উঠে আসে কলেজ ও কলেজ মাঠের সঙ্গে জড়িত তাঁর ব্যক্তিগত স্মৃতির কথা।
ধৃতিমানবাবু জানান, বিশ্বের অগ্রণী সব দেশে কীভাবে ক্রীড়াজগতের সাফল্য হাত ধরাধরি করে চলে আর্থ-সামাজিক সাফল্যের সাথে। তাঁর বক্তব্যে সুধাময়বাবু জোর দেন প্রত্যেকের এবং বিশেষ করে শিশুদের ক্রীড়াচর্চার উপযোগীতার ওপর। উপস্থিত ছিলেন কলেজের তিন প্রাক্তন অধ্যক্ষ শ্রী মুকুল রঞ্জন রায়, ডঃ প্রবীর কুমার চক্রবর্তী এবং ডঃ গোপাল চন্দ্র বেরা। তিন প্রাক্তন অধ্যক্ষের কথায় প্রকাশিত হয় কীভাবে মেদিনীপুর কলেজে পড়াশুনোর পাশাপাশি ক্রীড়াচর্চার ওপর চিরকাল জোর দেওয়া হয়েছে।
সারাদিন নানা ধরনের খেলাধুলো এবং প্রতযোগিতায় মেতে থাকলেন কলেজের শিক্ষক, শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীরা। ক্লাসরুমের গম্ভীর শিক্ষকদের খেলার মাঠে প্রতিযোগিতায় অংশ নিতে দেখে ছাত্রছাত্রীরা স্বভাবতই ছিল উল্লসিত। রোজকার পড়াশোনোর মাঝে আজকের দিনটি ক্যালেন্ডারে নিছক একটি ব্যতিক্রমী দিন যে নয় তা মেদিনীপুর কলেজ জানে। জুভেনালের সেই বিখ্যাত লাতিন উচ্চারণ ‘মেন সানা ইন কর্পোরে সানো’ (healthy mind in a healthy body) এর সারবাক্য মেদিনীপুর কলেজের জীবনচর্চার প্রতিরূপ।