Rajasthan Election Results 2023: মরুঝড়ে নাকাল ‘জাদুকর’, কমল-কুর্সি কার?

‘ম্যাজিশিয়ান’-এর ‘ম্যাজিক’ শেষ। পালাবদল নিশ্চিত মরুরাজ্যে। গেরুয়া ঝড়ে মরুরাজ্য রাজস্থানে ফুটতে চলেছে পদ্ম। ইতিমধ্যেই ‘ম্যাজিক ফিগার’ ১০১ পেরিয়েছে বিজেপি। স্বাভাবিকভাবেই বিজেপি শিবিরে আনন্দের উচ্ছাস বাঁধ ভেঙেছে। কারণ ২০২৪-এর লোকসভা ভোটের কিছু আগেই রাজস্থান বিধানসভা নির্বাচনে এই জয় গেরুয়া ব্রিগেডের আত্মবিশ্বাসকে যে আরও বাড়িয়ে তুলবে, তা বলাই বাহুল্য।

এখন পালাবদল যখন নিশ্চিৎ, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, মরুরাজ্য রাজস্থানে পরবর্তী বিজেপি মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন? কে বসতে চলেছেন কুর্সিতে? এখন গেহলটের পর মসনদে কে, সেই সম্ভাবনায় অনেক নাম-ই উঠে আসছে। একদিকে যেমন আছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন রাঠোরের নাম, তেমনই প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়ার নামও আছে দৌড়ে। ২-২ বার রাজস্থানে রাজ করে আসা রাজে এগিয়ে আছেন ঝালরাপাতান বিধানসভা আসনে। যদিও রাজস্থান বিজেপির প্রধান সি পি যোশী জানিয়েছেন যে, ‘তিনি মুখ্যমন্ত্রীর দৌড়ে নেই।’ ওদিকে মরুরাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন? এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে রাজ্যবর্ধন সিং রাঠোর বলেন,”সঠিক সময়ে সব কিছু সামনে আসবে। একবার ফলাফল বেরিয়ে যাক। ফলাফল বেরনোর পরই দলের শীর্ষ নেতৃত্ব-ই ভাবী মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করবে। তারপরই তা ঘোষণা করা হবে। এটা একটা দলগত প্রচেষ্টা। এই দলগত প্রচেষ্টাকে একজন কেউ নেতৃত্ব দেবেন। সেটা দল সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.