India Vs Australia: চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে সর্বকালীন এই রেকর্ড এখন ভারতের!

 গত ১৯ নভেম্বর বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-অস্ট্রেলিয়া (India Vs Australia)। তীরে এসেই ডুবেছিল তরী! বিশ্বকাপ ফাইনালে (ICC CWC 2023 Final) উঠেও ট্রফি ছুঁয়ে দেখতে পারেনি টিম ইন্ডিয়া (Team India)। ছয় উইকেটে জিতে ষষ্ঠবারের জন্য় বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। ফাইনালের ঠিক চারদিনের মধ্য়েই মাঠে নেমে পড়েছিল টিম ইন্ডিয়া। শুরু হয়ে যায় ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজ (Australia tour of India, 2023)। শুক্রবার এক ম্য়াচ হাতে রেখেই সিরিজ জিতে নিল সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) অ্যান্ড কোং। হেরে গেল ম্যাথিউ ওয়েডের (Matthew Wade) অস্ট্রেলিয়া। এদিন রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্য়াট করে ভারত। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে সূর্যবাহিনী। জবাবে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ৭ উইকেটে ১৫৪ রানে। ২০ রানে রুদ্ধশ্বাস ম্যাচ জিতেই ভারত সিরিজ পকেটে পুরে ফেলে।

অস্ট্রেলিয়াকে হারিয়েই ভারত লিখে ফেলল ইতিহাস। আন্তর্জাতিক টি২০ ফরম্য়াটে এতদিন সর্বকালীন জয়ের রেকর্ড ছিল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের। ওয়াঘার ওপারের ক্রিকেটীয় দেশকে পিছনে ফেলে দিল সূর্যবাহিনী। এখন ভারতের ঝুলিতেই সবচেয়ে বেশি টি২০আই জয়ের নজির। ভারত ২১৩টি টি২০আই খেলে ১৩৬টি ম্যাচ জিতল। পাকিস্তান ২২৬টি টি২০আই খেলে ১৩৫ ম্য়াচ জিতেছে। ভারত-পাকিস্তানের পর থাকবে নিউ জিল্য়ান্ড (১০৩), অস্ট্রেলিয়া (৯৫) ও দক্ষিণ আফ্রিকা (৯৫)। দেখতে দেখতে ভারতের ঘরের মাঠে টানা ১৪তম টি২০আই সিরিজ জিতে ফেলল। ভারত-অস্ট্রেলিয়া সিরিজের পঞ্চম তথা শেষ টি২০ খেলবে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। যদিও সেই ম্য়াচ নেহাতই নিয়মরক্ষার। এই ম্য়াচে জিততে পারলে ভারত দু’ধাপ এগিয়ে যাবে পাকিস্তানের থেকে। ভারত এই সিরিজ শেষ করেই পাড়ি দেবে রামধনু দেশে। আগামী ১০ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় থাকছে টিম ইন্ডিয়া। দুই দেশ তিনটি টি-২০, তিনটি ওয়ানডে ও দু’টি টেস্ট খেলবে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.